Darshana Banik: টলিউড অভিনেত্রী দর্শনাকে কুপ্রস্তাব পরিচালকের! ঘটনা প্রকাশ্যে আসতেই উঠল নিন্দার ঝড়
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: বর্তমান টলিপাড়ার যথেষ্ট ব্যস্ত অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বিনোদন জগতের একাধিক কাজে ব্যস্ত থাকেন অভিনেত্রী। তবে সম্প্রতি দর্শনার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আলোচনা চলছে বিস্তর। সূত্রের খবর, অভিনেত্রী দর্শনা বণিককে কুপ্রস্তাব দিয়েছেন এক পরিচালক। গোটা ঘটনাটির ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী।
দর্শনা জানান, বাংলাদেশের ছবি 'লিপস্টিক'-এ কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। গত এপ্রিল মাসে কলকাতায় এসে তাঁকে ছবির গল্প শোনান
বাংলাদেশের পরিচালক কামরুজ্জামান রোমান ও চিত্রনাট্যকার আবদুল্লাহ জাহির বাবু। এপ্রিলের শেষেই ছবিতে সই করার কথা ছিল দর্শনার। কিন্তু ছবির বিষয়ে জানতে তিনি পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে অপর দিক থেকে প্রশ্ন আসে "অভিনেত্রী কোন রিসর্টে যেতে চাইবেন?" কথাটি শুনে দর্শনা রেগে যান ও ফের এই প্রসঙ্গে কথা বলতে না করেন।
তখন উল্টো দিক থেকে বলা হয়, "এত সিরিয়াস হলে কাজ করবো কি করে?" অর্থাৎ এটি নিছকই মজা ছিল। তবে অভিনেত্রীর প্রশ্ন এই ধরণের কোনো কথা কি আদৌ মজার হতে পারে? বা এই ধরনের কথা কি কোনোও অভিনেত্রীকে বলা যায়? এরপর একটি অদ্ভুত বিষয় ঘটে। দর্শনা জানতে পারেন তাঁর পরিবর্তে ওই সিনেমায় অন্য এক অভিনেত্রী কাজ করছেন। এদিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি দর্শনাকে।
অভিনেত্রী জানতে পারেন, তাঁর ভিসার সমস্যা জনিত কারণে নাকি এহেন সিদ্ধান্ত। এদিকে দর্শনার বক্তব্য, তাঁর ভিসার আবেদনই করা হয়নি। অভিনেত্রী জানান, তিনি কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান না। তবে তাঁর ধারণা, 'রিসর্ট' সংক্রান্ত কথা কাটাকাটির ফলেই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে এবং এ বিষয়ে একবারের জন্যও অবহিত করা হয়নি তাঁকে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment