Kashmir Files: বিতর্কের মাঝেই সিকুয়্যেল নিয়ে প্রযোজকদের দর কষাকষি! এবার কি তবে আসতে চলেছে 'কাশ্মীর ফাইলস ২'?


অস্মিতা চৌধুরী: বিতর্কের অপর নাম বিবেক অগ্নিহোত্রী, হ্যাঁ এমনি আবহ তাঁকে নিয়ে তৈরি হয়েছে দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পাওয়ার পর থেকে। তবে সব বিতর্কের মাঝখানে দাঁড়িয়ে যে সিনেমা তার সিক্যুয়েল তৈরী করার জন্য মুখিয়ে রয়েছে কিছু প্রথম সারির প্রযোজনা সংস্থা। এমনকি তাঁরা নাকি ৩০০ কোটির বাজেট অফার করেছেন পরিচালককে। কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের গল্প নিয়েই তৈরী হয়েছিল দ্য কাশ্মীর ফাইলস, যা দর্শকমহলে নানা বিতর্কের সৃষ্টি করেছে, কেউ কেউ তুলেছেন ইতিহাস বিকৃতির অভিযোগ। বিতর্কের আবহেই এই সিনেমা বক্স অফিসে প্রায় তিনশো কোটি টাকার ব্যবসা করেছিল।


অগ্নিহোত্রী সংবাদ মাধ্যমকে জানান অনেকগুলি বড় প্রোডাকশন হাউস দ্য কাশ্মীর ফাইলসের সিক্যুয়েল বানাতে তাকে অনুরোধ করেন, এবং তার জন্য তৈরী করা হয়েছিল বড় অংকের বাজেট। তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন অনেক তারকা। তাঁরা পরিচালকের সঙ্গে এই সিক্যুয়েলে কাজ করতেও চান। তবে প্রশ্ন একটাই সত্যি কি তৈরী হবে কাশ্মীর ফাইলস ২। পরিচালক এই প্রসঙ্গে জানিয়েছেন শুধুমাত্র অর্থ উপার্জন তাঁর উদ্দেশ্য নয়, তাই তিনি এবং তাঁর স্ত্রী এখন সম্পূর্ণ মনোনিবেশ করেছেন তাঁদের পরবর্তী ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ারে'। স্বল্প বাজেটের ছবি হলেও এখানে উঠে এসেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের সময় চিকিৎসক ও গবেষকদের কৃতিত্ব ও আত্মত্যাগের কথা। 


'দ্য কাশ্মীর ফাইলস' যেমন অনেকের মনে দাগ কেটেছে, তেমনি অনেকে বলেছেন প্রোপাগান্ডার কথা। তার এক বছরের মাথায় 'দ্য ভ্যাকসিন ওয়ার' কি অন্য কোনো বার্তা বয়ে আনবে সেটাই এখন দেখার। এই ছবির প্রযোজনা করেছেন পল্লবী যোশী, এবং আই অ্যাম বুদ্ধ প্রোডাকশন।  পরিচালক জানান তিনি এবং তাঁর স্ত্রী পল্লবী যোশী এই সিনেমার জন্য করেছেন অক্লান্ত পরিশ্রম, কাশ্মীর ফাইলস থেকে উপার্জিত অর্থ ও নাকি ব্যয় হয়েছে এই সিনেমায়। অগ্নিহোত্রী জানিয়েছেন "এই সিনেমা ভালো ফল না করলে আমরা আবার সেই অবস্থায় ফিরে যাব যেখানে আমরা কাশ্মীর ফাইলসের আগে ছিলাম।"তবে তাঁরা জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন এই ছবি মুক্তির। এই সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, নানা পাটেকর, সপ্তমী গৌড়া এবং পল্লবী জোশী। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু এই তিনটি ভাষায় আগামী ২৮ সেপ্টেম্বর।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।


Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?