Sohini Sarkar: বার্থডের দিনেও মিলল দেখা! তবে কি 'প্রেমে' শিলমোহর দিলেন সোহিনী-শোভন?
বিগত তিন থেকে চার মাসের মধ্যেই সম্পর্ক ভেঙ্গে যায় সোহিনী - রণজয় এবং শোভন-স্বস্তিকার। তারপর থেকে টলিপাড়ার গুঞ্জন, প্রেমে জড়াচ্ছেন শোভন- সোহিনী!
তানিয়া রায় চৌধুরী: গত ১লা অক্টোবর ছিল বং ক্রাশ সোহিনীর জন্মদিন। বিশেষ দিনটা আরও কিছুটা বিশেষ করে তোলার জন্য শহর থেকে খানিকটা দূরে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন নায়িকার বেশ কিছু জন ঘনিষ্ঠ বন্ধু। অঙ্কিতা চক্রবর্তী এবং তাঁর স্বামী প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ও। বন্ধুদের ভিড়ে সকলেই খুঁজছিলেন শোভনকে। সোহিনীর নতুন ছবিতে অবশেষে ধরা দিলেন গায়ক। সোশ্যাল মাধ্যমে পোস্ট হওয়া বেশ কিছু ছবির মধ্যে একটা ছবিতে ধরা দেন গায়ক নিজে জানলার বাইরে পোজ দিয়ে। ব্যাস! সেখান থেকেই চর্চা শুরু।
আরও পড়ুন:
তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল বেশ কিছুদিন ধরে। এর আগে শোভন এবং স্বস্তিকা এর সম্পর্ক বিচ্ছেদের পর ও বেশ চর্চার টপিক ছিলেন গায়ক। এদিকে সোহিনী ও রণজয়য়ের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরপরই অভিনেত্রী এবং গায়ক দুজনের একসাথে হওয়ার খবর টলি পাড়ায় আকাশে বাতাসে। তবে দুজনেই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
আরও পড়ুন:
আসলে দুজন এখন ব্যস্ত যে যার কাজে। একে তো সামনে পুজো, তার মধ্যে কিছু দিন পরেই সত্যবতী রূপে মুঠোফোনে ধরা দেবেন সোহিনী। সৃজিত মুখোপাধ্যায় এর ‘দুর্গরহস্য’ সিরিজ়ে সত্যবতীর চরিত্রে অভিনয় করছেন তিনি।
এই দিকে দুজন এর জীবনের "x" ফ্যাক্টর রাও কিন্ত বড্ড ব্যস্ত নিজেদের কাজে। এর মধ্যে সোহিনী ও শোভনের প্রেম চর্চা কতটা সত্যি এখন সেটাই দেখার।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment