Abir Chatterjee: 'বিয়ে বিভ্রাটে' জড়ালেন আবির চ্যাটার্জি! জোর আলোচনা শুরু টলি পাড়ায়


টলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা আবির চ্যাটার্জি। পরপর অনেকগুলো কাজ রয়েছে তাঁর। সদ্য 'ফাটাফাটির' দুর্দান্ত ইনিংস সেরে এখন 'রক্তবীজ' নিয়ে বেজায় ব্যস্ত তিনি। পুজোয় মুক্তি পেতে চলেছে ছবিটি। এছাড়া 'ডিপ ফ্রিজ' ও 'বাদামি হায়নার কবলে' রয়েছে তাঁর পরবর্তী কাজের ঝুলিতে। তবে টলি পাড়ায় কানাঘুষো এসবের মধ্যে এবার 'বিয়ে বিভ্রাটে' জড়িয়ে পড়েছেন আবির চ্যাটার্জি।

শুধু একা আবির নন, 'বিভ্রাটে' জড়িয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও! আর এই বিভ্রাটের মধ্যমণি অভিনেত্রী লহমা ভট্টাচার্য। গোটা ঘটনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছেন, "এই মিষ্টি বিভ্রাটে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই"। আবার আবির চ্যাটার্জি লিখেছেন "কীসের এত বিভ্রান্তি? আসুন খুঁজে নেওয়া যাক!"


বিয়ে নিয়ে একটি ত্রিকোণ প্রেমের গল্প আসছে বড় পর্দায়। তারই নাম 'বিয়ে বিভ্রাট'। ছবির পরিচালক রাজা চন্দ। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আগামী ১৪ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।


Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?