Abir Chatterjee: 'বিয়ে বিভ্রাটে' জড়ালেন আবির চ্যাটার্জি! জোর আলোচনা শুরু টলি পাড়ায়


টলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা আবির চ্যাটার্জি। পরপর অনেকগুলো কাজ রয়েছে তাঁর। সদ্য 'ফাটাফাটির' দুর্দান্ত ইনিংস সেরে এখন 'রক্তবীজ' নিয়ে বেজায় ব্যস্ত তিনি। পুজোয় মুক্তি পেতে চলেছে ছবিটি। এছাড়া 'ডিপ ফ্রিজ' ও 'বাদামি হায়নার কবলে' রয়েছে তাঁর পরবর্তী কাজের ঝুলিতে। তবে টলি পাড়ায় কানাঘুষো এসবের মধ্যে এবার 'বিয়ে বিভ্রাটে' জড়িয়ে পড়েছেন আবির চ্যাটার্জি।

শুধু একা আবির নন, 'বিভ্রাটে' জড়িয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও! আর এই বিভ্রাটের মধ্যমণি অভিনেত্রী লহমা ভট্টাচার্য। গোটা ঘটনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছেন, "এই মিষ্টি বিভ্রাটে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই"। আবার আবির চ্যাটার্জি লিখেছেন "কীসের এত বিভ্রান্তি? আসুন খুঁজে নেওয়া যাক!"


বিয়ে নিয়ে একটি ত্রিকোণ প্রেমের গল্প আসছে বড় পর্দায়। তারই নাম 'বিয়ে বিভ্রাট'। ছবির পরিচালক রাজা চন্দ। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আগামী ১৪ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।


Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ