Dev-Rukmini: 'বিনোদিনী' থাকছেন 'বাঘাযতীনে'! পুজোর প্রেক্ষাগৃহে এক স্ক্রিনে দেব-রুক্মিণী? জল্পনা তুঙ্গে
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: বাংলায় দেব-রুক্মিণীর (Dev Adhikari-Rukmini Maitra) অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। টলিপাড়ার হিট কাপল এখন তাঁরাই। অধিকাংশ ফিল্মেই জুটি হিসেবে দেখা যায় তাঁদের। শীঘ্রই আসছে দেব অভিনীত 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'। যেখানে সত্যবতীর ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। অন্যদিকে 'নটী বিনোদিনী' ফিল্মে একক ভূমিকায় দেখা যাবে তাঁকে।
এবছরের পুজোয় মুক্তি পাবে দেবের 'বাঘাযতীন'।
সদ্য লুক প্রকাশ্যে এসেছে মুভির। দুটি ভাষায় মুক্তি পাচ্ছে 'বাঘাযতীন'। রক্তবীজ, মিতিনমাসির সঙ্গে পাল্লা দিতে মাঠে নামবেন 'বাঘা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়'। কিন্তু 'বিনোদিনী' রুক্মিণী আর 'বাঘাযতীন' দেব দুজনকে যদি একই সঙ্গে দেখা যায় তবে? অনুরাগীদের কথা চিন্তা করে বিশেষ উপহারের পরিকল্পনা করেছেন নির্মাতারা।
আরও পড়ুন: Rukmini Maitra: শাঁখা, সিঁদুরে রাঙা অন্তঃসত্ত্বা রুক্মিণী! জন্মদিনেই প্রকাশ্যে এল বিশেষ ছবি!
শোনা যাচ্ছে, পুজোয় মুক্তিপ্রাপ্ত অরুণ রায় পরিচালিত 'বাঘাযতীন' ছবির সঙ্গে জুড়ে দেওয়া হবে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী'
ছবির প্রথম ঝলক। পরিচালক জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কাজের গতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এক স্ক্রিন দেব-রুক্মিণীকে দেখতে পছন্দ করেন অনুরাগীরা। পুজোয় এটি তাঁদের জন্য বাড়তি পাওনা হতে পারে।
আরও পড়ুন: Fatafati Bengali Movie: সপ্তম সপ্তাহে পা রাখল 'ফাটাফাটি'! সঙ্গে সঙ্গেই বড় খবরটা দিল উইন্ডোজ!
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment