Rukmini Maitra: শাঁখা, সিঁদুরে রাঙা অন্তঃসত্ত্বা রুক্মিণী! জন্মদিনেই প্রকাশ্যে এল বিশেষ ছবি!


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: আজ অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিন। আর তাঁর জন্মদিনের দিনেই প্রকাশ্যে এল সেই বহু প্রতিক্ষিত ছবি। লাল শাড়ি, শাঁখা, সিঁদুরে পরা অন্তঃসত্ত্বা রুক্মিণী (Rukmini Maitra)। ঘর কালো খোলা চুলে যেন আবেশ মাখানো। দুটি চোখে অসংখ্য বার্তা। অভিনেত্রীর এই ছবি দেখে কার্যত চোখ ফেরানো দায়। মুহুর্তে ভাইরাল হয়েছে ছবিটি।

অভিনেত্রী রুক্মিণীর জন্মদিনের দিন প্রকাশ্যে আনা হল 'সত্যবতীর' ফার্স্ট লুক। অভিনেত্রীর জন্মদিনে উপহার পেলেন অনুরাগীরা। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে এ দিনে রুক্মিণী মৈত্র উদ্দেশ্যে জন্মদিনের শুভকামনা-সহ 'সত্যবতীর' ছবি প্রকাশ করা হয়েছে। শীঘ্রই আসছে বিরসা দাশগুপ্তের 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'। যেখানে ব্যোমকেশের ভূমিকায় দেব ও সত্যবতীর ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী। প্রিয় জুটিকে এক স্ক্রিনে দেখতে উদগ্রীব ফ্যানসরা।



অন্যদিকে, রুক্মিণীর জন্মদিনের দিন আবেগঘন পোস্ট করে তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেতা দেব। দুটি অন স্ক্রিন ও দুটি অফ স্ক্রিন ছবি একসাথে পোস্ট করে অভিনেতা লিখেছেন "আমার একমাত্র সত্য..."। অভিনেত্রীর জন্মদিনে এই বিশেষ পোস্টের অপেক্ষাতেই ছিলেন দেব-রুক্মিণীর অনুরাগীরা। 



বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?