BaghaJatin First Look: পুজোয় আসছে দেবের 'বাঘাযতীন'! প্রকাশ্যে ফার্স্ট লুক, জানুন বিশেষ চমকটি...


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: পরপর বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা দেব। তাঁর ব্যোমকেশের শ্যুটিং এখন প্রায় শেষের পর্যায়ে। অন্যদিকে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছয় বছর পার। এহেন খুশির মরশুমে এবার 'বাঘাযতীনকে' আসরে এনে চমকে দিলেন তিনি। মাথায় পাগড়ি, একমুখ দাড়ি, কাঁধে বন্দুক হাতে প্রকাশিত 'বাঘাযতীনের' ফার্স্ট লুক পোস্টার জানান দিল পুজোয় আসছেন 'তিনি'।



ভারতীয় মুক্তিযোদ্ধা 'বাঘাযতীনের' জীবন নিয়ে বানানো হচ্ছে সিনেমাটি। প্রতিবাদী ও সংগ্রামী 'বাঘাযতীনের' কাহিনীতে পরতে পরতে লুকিয়ে থাকবে টানটান রুদ্ধশ্বাস পর্ব। এদিন অভিনেতা দেব তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'বাঘাযতীনের' পোস্টারটি প্রকাশ করে লিখেছেন শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, একটি বাঘ-ই যথেষ্ট'। পাশাপাশি, এই সিনেমায় একটি বড় চমক থাকছে দর্শকদের জন্য। এদিন জানা গেল, বাঘাযতীন মুক্তি পেতে চলেছে বাংলা ও হিন্দি দুটি ভাষায়।



দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সব চেয়ে বড় উপস্থাপনা এই 'বাঘাযতীন'। ছবির পরিচালনায় অরুণ রায়। আগামী ২০ অক্টোবর দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি। নন্দীতা-শিবপ্রসাদের রক্তবীজ, অরিন্দম শীলের 'মিতিনমাসি' ও সৃজিত মুখার্জির 'দশম অবতারের' সঙ্গে সমানে সমানে টক্কর দেবে 'বাঘাযতীন'।



বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।









Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ