Soumitrisha Kundu: এবার কি রাজের ছবিতে মিঠাই? সৌমিতৃষার নতুন পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: টেলিভিশনের 'মিঠাইকে' পছন্দ ছিল আট থেকে আশি সকলের। সম্প্রতি শেষ হয়েছে 'মিঠাই' (Mithai) ধারাবাহিকটি। তবে, অনুরাগীদের মনখারাপ কমাতে আগের থেকেই রেডি মিঠাই রানি। শিগগির বড় পর্দায় আসছেন তিনি। জুটি বাঁধছেন অভিনেতা দেবের (Dev Adhikari) সঙ্গে। ইতিমধ্যে এ খবর সকলের জানা। ধারাবাহিক থেকে সরাসরি দেবের সিনেমায় চান্স পাওয়া নিয়ে সৌমিতৃষার (Soumitrisha Kundu) দিকে কটাক্ষ ছুঁড়ে দেন নেটিজেনরা। যার প্রত্যুত্তরে কড়া জবাব দেন মিঠাই রানি।



আগের জল্পনা মিটতে না মিটতেই এবার ফের আলোচনা শুরু হয়েছে 'মিঠাইকে' নিয়ে। যার কেন্দ্রে সৌমিতৃষার নতুন পোস্ট। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ছবি পোস্ট করেছেন সৌমিতৃষা। যার ক্যাপশনে লেখা: 
"এমন মানুষদের পাশে থাকতে হয় যাঁরা তোমাকে নতুন কিছু শেখাবে। নিজের সেরাটা দেওয়ার জন্য অনুপ্রেরণা দেবে।" 



সৌমিতৃষার নতুন পোস্ট প্রকাশ্যে আসার পর কথা উঠছে, দেবের পর কি এবার রাজের সঙ্গে জুটি বাঁধছেন সৌমিতৃষা? তবে কি এবার রাজ চক্রবর্তীর ছবিতে দেখা যাবে মিঠাইকে? প্রশ্নের উত্তর মেলেনি এখনও। তবে মিঠাইয়ের ছবি মিষ্টি ছবি দেখে হাসি ফুটেছে অনুরাগীদের মুখে।











Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?