Alia Bhatt: যমজ নাকি! যাকে দেখছেন তিনি 'আলিয়াই' তো? ঠিক করে দেখুন চিনতে পারেন?
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) সব সময়েই চর্চায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার্স। একটা ছবি পোস্ট করলেই মুহুর্তের মধ্যে তা ভাইরাল। এহেন আলিয়ার গতিবিধি সব সময়েই নজরে রাখেন মানুষজন। তবে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়েই এবার ঘোল খেয়ে গেলেন তাঁরা। চোখে দেখেও যেন বিশ্বাস হচ্ছে না তাঁদের। আলিয়া হয়েও আলিয়া নন? নাকি আলিয়ার মতোই অন্য কেউ? আসুন জেনে নিই গোটা ঘটনার রহস্য।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মেয়ের ছবি ভাইরাল হয়েছে। যাঁকে দেখতে হুবহু অভিনেত্রী আলিয়া ভাটের মতো। এমনকি তাঁর হাসি আর সাজগোজেও রয়েছে আলিয়ার টান। অনুরাগীরা দাবি করছেন, 'তিনি আলিয়ার যমজ বোন'। জানা যাচ্ছে, মেয়েটির নাম সেলেস্তি বৈরাগী। বছর তেইশের সেলেস্তি নিজেও একজন অভিনেত্রী। অভিনয় জগতে রয়েছেন তিনিও। ইতিমধ্যে বলিউডের একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি, মিউজিক ভিডিয়ো তৈরিতেও ঝোঁক রয়েছে তাঁর।
অভিনেত্রী আলিয়ার মতো দেখতে হওয়ায় চারিদিকে আলোচনা শুরু হয়েছে তাঁকে নিয়ে। লাফিয়ে বাড়ছে ফলোয়ার্স সংখ্যাও। তবে এই গোটা বিষয়টি বেশ উপভোগ করছেন সেলেস্তি। হাসিমুখের ছবি দিয়ে সকলকে অভ্যর্থনা জানান তিনি।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment