Ishaa Saha Photoshoot: সাদা শার্টে মেঘ মুড়লেন ইশা! দু চোখে বার্তা বৃষ্টি আসুক...
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: "যাও পাখি বলো, হাওয়া ছলছল, আবছায়া জানলার কাঁচ।" বর্ষা এসেছে বঙ্গে। ঘন মেঘে ঢাকা শহর থেকে মফস্বল। তার মাঝেই একরত্তি আদরে বৃষ্টি নামে পথে। বর্ষায় যেমন সেজে যেমন ওঠে প্রকৃতি তেমনই মন সাজে মানুষের। টলিউড অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha) বরাবরই নিজ সাজে যত্নবান। ভিন্ন ঋতুর ভিন্ন সাজে ধরা দেন তিনি। আর এবার যেন মেঘবালিকার মতোই সাদা-কালো ক্যানভাসে বৃষ্টি আঁকলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন ইশা। বৃষ্টি আসার আগে বয়ে আসা
হাওয়ায় বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। তাঁর সাদা শার্টের পকেটে ভরা একমুঠো মেঘ। দুটি চোখে যেন আকুল ডাক... বৃষ্টি আসুক ঝেঁপে। কাঁচের ওপারে শহর দেখে স্নিগ্ধ হবে মন। কোনো ছবিতে প্রাণভরে শীতল হাওয়ার স্পর্শ নিচ্ছেন তিনি, তো কোনো ছবিতে গপ্পো জুড়েছেন মেঘের সাথে।
ছবির ক্যাপশনে ইশা লিখেছেন "জানলার গল্পেরা কথা মেঘ"। সাদা বারান্দায় যেন নব মেঘের মতোই আরও 'রিফ্রেশ' ইশা। তাঁর ছবি থেকে স্পষ্ট যে বর্ষা ঋতু বেশ ভালোই উপভোগ করছেন অভিনেত্রী।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment