Anamika-Uday Marriage: কেন চুপিসারে বিয়ে সারলেন উদয়-অনামিকা? ফাঁস হল রহস্য


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: টলিপাড়ার বিয়ের মরশুম। আড়ম্বরহীন নিজ বৃত্তে বিয়ে সারলেন দুই তারকা। গোলাপে- সিঁদুরে 'বলিউডি' বিয়ে হল টলিপাড়ার। বেশ কিছুদিন আগের থেকেই তাঁদের বিয়ের খবর শোনা যায়। একসঙ্গে সময় কাটানো, পঞ্চব্যঞ্জনে আইবুড়ো ভাতের ছবি আসে সোশ্যাল মিডিয়ায়। এবার দিনক্ষণ পাকা করে উল্টোরথেই মালাবদল সারলেন দুজনে। 


টলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Protap Singh) -এর চার হাত এক হলো সম্প্রতি। বিরাট জাঁকজমক নয় বরং ঘনিষ্ঠ মহলে বিয়ে সারলেন তাঁরা। লাল বেনারসির বদলে বলিউডি স্টাইলের প্যাস্টেল শেডের শিফনে সেজে উঠলেন অনামিকা। অন্যদিকে হালকা নীল পাঞ্জাবিতে সাজলেন উদয়। গোলাপের মালায় মালাবদল সেরে সিঁথি রাঙা হল অভিনেত্রীর। কপালে চুমু খেয়ে তাঁকে কাছে টেনে নিলেন উদয়। রূপকথার বিয়ের সাক্ষী থাকলেন দুই পক্ষের আত্মীয়-স্বজন।



আইনি বিয়ে সারা হয়েছে উদয়-অনামিকার। সঙ্গে সিঁদুরদান-সহ আচার অনুষ্ঠান। বিবাহ ফ্রেম বন্দী অ্যালবামে। সমাজমাধ্যমে ছবি পোস্ট করে অনামিকা লিখেছেন 'নতুন শুরু হল আমাদের'। কিন্তু কেন এমন চুপিসারে বিয়ে সারলেন যুগল? জানা যাচ্ছে, সম্পর্কের বিষয়ে যথেষ্ট যত্নশীল অনামিকা ও উদয়। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে অভিনেত্রী জানিয়েছেন, সম্পর্কে যদি কারোর নজর লাগে! তাই ঘনিষ্ঠবৃত্তেই বিয়ে সারলেন তাঁরা। তবে রিসেপশনে বিশেষ কিছু আয়োজনের ভাবনা আছে তাঁদের। ভবিষ্যতের জন্য  যুগলকে শুভেচ্ছা পাঠিয়েছেন অনুরাগীরা।







Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?