Byomkesh O Durgo Rahasya: 'দূর্গরহস্য' উন্মুক্ত! টিজার কাঁপালেন 'ব্যোমকেশ' দেব
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক:আসছে অগাস্টের বড় পর্দায় আসছে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' (Byomkesh O Durgo Rahasya)। এই প্রথম 'ব্যোমকেশের' ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেতা দেব (Dipak Adhikari)। প্রথম থেকেই এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। এক ঝলক টিজারের পর এবার প্রকাশ্যে এল ১ মিনিট ২৭ সেকেন্ডের সম্পূর্ণ টিজার। ছবিতে অম্বরিশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) রয়েছেন অজিতের ভূমিকায়। আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) হয়েছেন সত্যবতী। প্রত্যেকটি চরিত্রের প্রথম দর্শনে ভালোবাসা এসেছে দর্শক তরফে। আর এবার প্রকাশ্যে এল টিজার।
"আমি নেতাও নই, অভিনেতাও নই... চিনলেন কিভাবে?" টিজারের শুরু থেকেই চমকে দিলেন 'ব্যোমকেশ' দেব। ধূতি-পাঞ্জাবি পরিহিত টলিউডের
হার্টহ্রবকে খুঁজে পাওয়া গেল অন্য মাত্রায়। সঙ্গী অজিত ও সত্যবতীর রুক্মিণীর সঙ্গেও বেশ কয়েকটি দৃশ্যের ঝলক মিলল টিজারে। এছাড়া পাশ্বচরিত্রদের ভূমিকাও নেহাত মন্দ নয়। সব মিলিয়ে দেড় মিনিটের টিজারে 'দূর্গরহস্যের' প্রথম ঝলকে খুশি হল বাঙালি।
শ্যাডো ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় ও বিরসা দাশগুপ্তের পরিচালনায়
আগামী ১১ অগাস্ট শুভমুক্তি হবে 'ব্যোমকেশ ও দূর্গরহস্যের।' ব্যোমকেশ-অজিত-সত্যবতীর পাশাপাশি খলনায়কের চরিত্রে সত্যম ভট্টাচার্য নজর কাড়লেন। আশা করা যাচ্ছে, অগাস্টের দূর্গ-গৃহে বেশ ভালোমতোই ভিড় জমাবেন দর্শকরা। আজ টিজার দেখে এখন ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সকলে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment