Chini 2 Movie: সিক্যুয়াল নয় বরং ধারা বদলে চমকে দিল মৈনাক ভৌমিকের 'চিনি 2'! দেখুন ট্রেলার


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ফের মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) চমক। পরিবার ভিত্তিক বাস্তব জীবনের ছবি নির্মানে যার জুড়ি মেলা ভার। কয়েক বছর আগে মধুমিতা-অপরাজিতার (Madhumita Sarcar- Aparajita Adhya) যুগলবন্দিতে 'চিনি'(Chini) সাড়া ফেলেছিল টলিউডে। জীবন ক্যানভাসে জড়ানো মা-মেয়ের গল্প চিনির মতোই মিষ্টি লাগে দর্শকদের। তখন থেকেই দর্শকদের আবদার, ফের পর্দায় ফিরুক মধুমিতা-অপরাজিতা জুটি। তাই এবার চমক দিয়েই হাজির হল মৈনাক ভৌমিকের 'চিনি ২' (Chini 2)। 


এবার আর মা-মেয়ে নয় বরং বাড়িওয়ালি ও ভাড়াটিয়ার ভূমিকায় দেখা যাবে মধুমিতা সরকার ও অপরাজিতা আঢ্যকে। 'চিনি ২'-এর ট্রেলারে দেখা যাচ্ছে অপরাজিতা ও মধুমিতার খুনসুটির ছবি। ভাড়াটে ও বাড়ি মালিকের সম্পর্ক থেকে কিভাবে বন্ধু হয়ে উঠবে দুজনে, তারই গল্প শোনাবে 'চিনি ২'। সংসারে কিভাবে মাথা তুলে লড়াই করতে হয়, তা শেখাবে মধুমিতা। আর মধুমিতার 'লাভগুরু'
হয়ে উঠবে অপরাজিতা। ট্রেলারে এক জায়গায় মধুমিতা বলবে, "তোমার মধ্যে নিজের মা কে খুঁজে পাই।" সবমিলিয়ে ফের একবার চিনি সম মিষ্টি গল্প নিয়ে হাজির হতে চলেছে 'চিনি 2'। 


ট্রেলার দেখেই দর্শকরা বুঝতে পারবেন এ ছবি চিনির সিক্যুয়াল নয়। বরং স্বতন্ত্র গল্প। যদিও 'চিনির' মতোই একই নাম চরিত্রে অভিনয় করবেন মধুমিতা ও অপরাজিতা। 'চিনি 2'-এর বিশেষ ভূমিকায় থাকছেন, অনির্বাণ চক্রবর্তী, লিলি চক্রবর্তী এবং পিঙ্কি বন্দোপাধ্যায়। আগামী ১১ অগাস্ট শুভমুক্তি হবে ছবিটির।


বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।





Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?