Madhumita Sarcar: বিনোদিনী বেশ ছেড়ে লাল শাড়িতে রঙ্গিনী মধুমিতা! এক ঝলকেই কাত নেটপাড়া
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) নিজের সাজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। এক একবার বিভিন্ন সাজে ধরা দেন তিনি। কিছুদিন আগে সাদা থান আর উজ্জ্বল গয়নায় বিনোদিনী রূপে ধরা দিয়েছিলেন মধুমিতা। তাঁর সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের তুলনাও শুরু করেন নেটিজেনেরা। অভিনেত্রী জানান এটি কেবলই একটি ফটোশ্যুট। কোনোও গাম্ভীর্য বিষয় নেই। তবে এবার বিনোদিনীর বেশ ছেড়ে লাল শাড়িতে ধরা দিলেন উজ্জ্বল মধুমিতা সরকার (Madhumita Sarcar)।
সম্প্রতি একটি ফটো অ্যালবাম পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে লাল শাড়ি, নাকে নথ, আর পায়ে আলতার রঙে সেজে উঠেছেন তিনি। হাতে সবুজ চুড়ি অন্যমাত্রা এনেছে। এলোমেলো চুলে ফুটে উঠেছে ব্যাকুলতা। এক অদ্ভুত নস্ট্যালজিক ফ্রেমে ডুবে রয়েছেন মধুমিতা। কোনো ছবিতে তিনি ধীর তো কোথাও অন্যমনস্ক চোখে জরিপ করছেন সময়। আলো-আঁধারির এই খেলায় রঙ্গিনী হয়ে উঠেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, শীঘ্রই আসছে মধুমিতা সরকারের পরবর্তী
ছবি 'চিনি ২'। 'চিনি' -এর সাফল্যের পর ফের পর্দায় মধুমিতা-অপরাজিতা জুটিকে ফেরত আনতে তৎপর মৈনাক ভৌমিক।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment