Dev: বড়পর্দার 'ফেলুদা' হতে চান দেব! সন্দীপ রায়ের নিকট আর্জি জানালেন অভিনেতা
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: বাঙালির দুই ইমোশন। একজন ব্যোমকেশ তো অন্যজন ফেলুদা। এই দুটি চরিত্রে অভিনয় করার, স্বপ্ন থাকে টলি ইন্ডাস্ট্রির অধিকাংশ অভিনেতার। সদ্য নতুন ব্যোমকেশ হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা দেব। অগাস্টে আসছে তাঁর 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'। টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে তুমুল উন্মাদনা চলছে দর্শক মহলে। সেই আবহেই এবার 'ফেলুদা' হতে চাইছেন অভিনেতা দেব। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সেই আর্জি সন্দীপ রায়কে জানিয়েছেন অভিনেতা।
জানা যাচ্ছিল, শীতে ফেলুদার নতুন ছবি নিয়ে আসতে চলেছেন সন্দীপ রায়। সেই ছবিতে ফেলুদা হিসেবে তাঁর প্রথম পছন্দ অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। বিষয়টি নিয়ে সম্ভবত আলোচনাও চলেছে অল্পবিস্তর। তবে ইন্ডাস্ট্রির মধ্যে থেকে খবর মিলছে, অভিনেতা দেব সম্প্রতি ফেলুদা হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন। তিনি সন্দীপ রায় কে জানিয়েছেন, পরের বার যদি ফেলুদা নিয়ে ছবি করা হয়, তবে যেন তাঁর কথা মাথায় রাখেন সন্দীপ রায়।
আরও পড়ুন: Feluda Upcoming Movie: শীতের ছুটিতে ফেলুদা 'ফেরত'! বড় পর্দায় আসছে কোন গল্প? জানালেন সন্দীপ রায়
প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের হাতে গড়া 'ফেলুদা' সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী চক্রবর্তীর ফেলুদা দর্শক মনে দাগ কাটে। আবির চ্যাটার্জীর বাদশাহী আংটিও ভালোবেসেছিলেন দর্শক। ওয়েবে টোটা রায় চৌধুরি আর সাম্প্রতিক পরমব্রত চট্টোপাধ্যায় ফেলুদার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আর সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের পছন্দ মাফিক নয়া ফেলুদায় দেখা গিয়েছে ইন্দ্রনীল সেনগুপ্তকে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment