Dasham Avatar: শেষ মুহুর্তে সিদ্ধান্ত নিলেন সৃজিত! 'দশম অবতার' এবার জয়ার হাতে...


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: পরিচালক সৃজিত মুখার্জির পরবর্তী মুভি 'দশম অবতার' (Dashom Avatar)। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) কে বেছেছিলেন সৃজিত (Srijit Mukherji)। এদিকে, শুভশ্রী অন্তঃসত্ত্বা। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। এখন বিশ্রামের প্রয়োজন তাঁর। অতএব 'দশম অবতারের' নায়িকার ভূমিকায় থাকতে পারছেন না তিনি। 


ফলে ছবির নায়িকার ভূমিকায় কে থাকবেন তা নিয়ে দোটানায় পড়েন পরিচালক। তবে এবার দোটানা কাটিয়ে অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahasan) -এর হাতেই 'দশম অবতারের' দায়িত্ব তুলে দিলেন সৃজিত মুখার্জি। জানা যাচ্ছে, জয়া আহসান কে ছবির চিত্রনাট্য পাঠানো হয়েছে। শুভশ্রীর বদলে জয়া আহসানকেই উপযুক্ত বলে মনে হয়েছে পরিচালকের। আর এই সিদ্ধান্তের পিছনে রয়েছে একাধিক কারণ, যেমন জয়ার অসাধারণ অভিনয় দক্ষতা, লাস্ট ইয়ার কেরিয়ার গ্রাফ, 'বিনিসুতো' 'রবিবার' 'অর্ধাঙ্গিনীর' মতো ছবিতে তাঁর নজরকাড়া অভিনয়।



এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৃজিত
জানিয়েছেন, পূর্বে জয়া আহসানের সঙ্গে সফল কোল্যাবোরেশনের ইতিহাস রয়েছে তাঁর। আরও একবার দর্শকদের মন জয় করতে তাই 'জয়াকেই'।ফেরালেন সৃজিত। 


প্রসঙ্গত, শোনা যাচ্ছিল রুক্মিণী মৈত্রর কাছেও প্রস্তাব রেখেছিলেন সৃজিত। কিন্তু ব্যোমকেশ জনিত 'দ্বন্দ্বের' কারণে প্রস্তাব ফেরান অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেতা দেবের সম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট সেই সকল ধোঁয়াশা দূর করেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, 'দ্বন্দ্ব' নয় বরং ২০২৪ সালে দেব-রুক্মিণীর সঙ্গে কাজে নামতে চলেছেন সৃজিত মুখার্জি।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।












Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?