Shibpur Movie: "এটাই আশঙ্কাজনক..." 'শিবপুর' নিয়ে ঝাঁঝালো সুর তুলে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার স্বস্তিকা
প্রথম থেকেই বিতর্ক সৃষ্টি হয় 'শিবপুর' (Shibpur) মুভিটি নিয়ে। পরিচালকের সঙ্গে প্রযোজকের ঝামেলা, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee) কে যৌন হেনস্থার অভিযোগ, সবকিছু নিয়েই একাধিক বিতর্কে শিরোনামে আসে 'শিবপুর'। তা সত্ত্বেও সকল বিতর্ক ছাপিয়ে ৩০ জুন মুক্তি পায় 'শিবপুর' (Shibpur)। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। কিন্তু এবার সেই ছবি প্রসঙ্গেই ঝাঁঝালো সুর তুলে সোচ্চার হলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে স্বস্তিকা লিখেছেন, কিভাবে পরিচালক ও প্রযোজকের ইগোর লড়াইয়ে একটি ছবির চোদ্দটা বাজতে পারে, শিবপুর তার জ্বলন্ত উদাহরণ। পরিচালক বাদ পড়লেন, প্রযোজক অজন্তা সিংহ রায় কোথা থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে গেলেন, জানিনা। একদিন শ্যুটিংয়ে এসেছিলেন, ছবির শেষ দিনে কেক কাটতে, তাছাড়া দেখিনি ওনাকে। তিনিও একটা গালভরা টাইটেল পেয়ে গেলেন। টাকা লাগিয়েছেন যখন, যা ইচ্ছা করাই যায়।"
স্বস্তিকা আরও লেখেন, নতুন প্রযোজকরা নিশ্চয়ই আসবেন, এসে পরিচালক হয়ে ছবির গুষ্টির পিন্ডি চটকাবেন, এটাই আশঙ্কাজনক!" অভিনেত্রী স্বস্তিকার এই পোস্ট দেখে স্পষ্ট বোঝা যায় ছবি প্রসঙ্গে কতটা অসন্তুষ্ট তিনি। সেই ক্ষোভ আরও সুস্পষ্ট হয়েছে তাঁর লেখায়। প্রথম থেকে আলোড়ন তোলা 'শিবপুর' নিয়ে বিতর্ক যে এখনও থামেনি তা ফের একবার মনে করালেন অভিনেত্রী।
প্রসঙ্গত, সেই আটের দশকের বাম-কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্বের রেশ ছড়ানো হাওড়ার শিবপুর এলাকাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে 'শিবপুর'।ছবিটি। ছবিতে দাপুটে অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়-সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় বিশেষ ভাবে নজর কেড়েছে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment