Jeetu-Nabanita: জিতু-নবনীতার ডিভোর্সের কারণ কী 'শ্রাবন্তী'? সত্যি প্রকাশ্যে আনলেন নবনীতা
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন 'জিতু ঘরণী' নবনীতা দাস (Nabanita Das)। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখে বোঝা যায় সম্পর্কে বিচ্ছেদ ঘটতে চলেছে তাঁদের। এদিকে অভিনেতা জিতুকে (Jeetu Kamal) এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এটি কেবল মন কষাকষি আর 'বাচ্চামোর' কারণে বলা কথা। আদতে সম্পর্ক ঠিকই আছে তাঁদের। এমনকি স্ত্রী নবনীতাকে নিয়ে আবেগঘন পোস্টও করেন তিনি।
কিন্তু সত্যিই ঠিক আছে তাঁদের সম্পর্ক? আদৌ কী ফাটল ধরেনি কোনোও? প্রশ্ন দানা বাঁধে অনুরাগী দের মনে। ইদানিং কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকেন জিতু। নবনীতা জানান, কথার মিল হয়না তাঁদের। লন্ডনে শ্যুটিং শুরু হচ্ছে জিতুর পরবর্তী সিনেমার। ছবিতে তিনি জুটি বেঁধেছেন শ্রাবন্তীর সঙ্গে। জিতুর সঙ্গে শ্রাবন্তীর পরিচয় এই প্রথম নয়। এর আগে 'বাবুসোনা' ছবিতে একসঙ্গে ছিলেন তাঁরা।
তবে কী কেবল কাজের ব্যস্ততার কারণেই সম্পর্কের বাঁধন আলগা হচ্ছে তাঁদের? নাকি অন্য কারণ? 'তৃতীয় ব্যক্তির আগমণের' সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনরা। আর অদ্ভুত ভাবে আঙুল উঠছে অভিনেত্রী 'শ্রাবন্তীর' দিকে। তবে কী শ্রাবন্তীই সেই 'তৃতীয় ব্যক্তি' যার জন্য ডিভোর্স হচ্ছে জিতু-নবনীতার? এবার সর্বসমক্ষে সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং নবনীতা।
এদিন ফেসবুক লাইভে আসেন নবনীতা। চারিদিকে
ওঠা একগুচ্ছ গুঞ্জন ও কাদা ছোঁড়াছুঁড়ির বিরুদ্ধে
মুখ খোলেন তিনি। এমনকি শ্রাবন্তীর বিষয়েও সপাট উত্তর দিলেন অভিনেত্রী। নবনীতা জানান, শ্রাবন্তীর নাম জড়িয়ে এহেন নোংরামি কোনো ভাবেই বরদাস্ত করবেন না তিনি। শ্রাবন্তীর সঙ্গে তাঁর যথেষ্ট ভালো সম্পর্ক। লন্ডনে গিয়ে একসঙ্গে 'চিপসও' খেয়েছেন তাঁরা। নবনীতা স্পষ্ট জানান, তাঁর ও জিতুর ডিভোর্সের সিদ্ধান্ত একান্তভাবেই তাঁদের নিজেদের। এতে কোনো প্রফেশনাল ইগো নেই। তাছাড়া কোনোও তৃতীয় ব্যক্তির ভূমিকাও নেই। নবনীতা বলেন, ডিভোর্সের কারণে জিতুর সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হবে না। স্বামী স্ত্রীর বোঝাপড়া না হলে বন্ধুত্বের সম্পর্ক থাকবে তাঁদের মধ্যে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment