Parambarata Chattopadhyay: অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছেন পরমব্রত? রটনা প্রসঙ্গে অকপট অভিনেতা


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: প্রখ্যাত সংগীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী(Piya Chakraborty) -এর সঙ্গে প্রায়শই জড়িয়ে যায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) নাম। গুঞ্জন ওঠে, সঙ্গীত শিল্পী অনুপম রায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর মধ্যেকার বিচ্ছেদের কারণ নাকি পরমব্রত! যদিও সোশ্যালে এসে বিচ্ছেদ প্রসঙ্গে  নিজেদের একান্ত সিদ্ধান্তকেই স্পষ্ট করেন অনুপম-পিয়া। তবে সেসব পেরিয়ে এবার পিয়া চক্রবর্তী ও পরমব্রতর বিয়ের রটনা উঠল সমাজ মাধ্যমে। 


রবিবার রাতে সর্বত্র রটে যায় যে, কলকাতা থেকে দূরে মুম্বাইতে বিয়ে করেছেন পরমব্রত-পিয়া। এই খবর প্রসঙ্গে এক বিশিষ্ট সংবাদমাধ্যমের তরফে পরমব্রত চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তাঁর উত্তর "হ্যাঁ, আমি এক একটা শহরে এক একটা বিয়ে করেছি। একটা দুটো নয়, অনেক নামও রয়েছে সঙ্গে। চারটে শহর, চারটে বিয়ে, চারটে সম্প্রদায় সবমিলিয়ে একেবারে ভরা সংসার।" এরপর অভিনেতা বলেন, শুধুই কি বিয়ে! খরচও তো বেড়ে গিয়েছে অনেক। এটা নিয়ে এখন চিন্তাভাবনা করছি।" অর্থাৎ বোঝাই যাচ্ছে জল্পনায় বিশেষ মজা পেয়েছেন অভিনেতা। 



টলিউড ইন্ডাস্ট্রিতে পরমব্রত চ্যাটার্জিকে সবাই 'ব্যাচেলর' নামেই চেনে। বিদেশিনী 'ইকার' সঙ্গে সম্পর্ক ভাঙনের পর থেকে কার্যত কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। প্রযোজনা, অভিনয় নিয়েই তাঁর 'ভরা সংসার।' এহেন কর্মব্যস্ত অভিনেতার বিয়ে সংক্রান্ত জল্পনা যে দাবানলের মত ছড়াবে তা ধারণা করাই যায়।



বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।








Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?