Subhasree Ganguly: রাজের কোলে ইউভান! দেশের বাইরে রওনা দিলেন অন্তঃসত্ত্বা শুভশ্রী


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: সম্প্রতি দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছেন তারকা দম্পতি রাজ-শুভশ্রী। ডাক্তারের পরামর্শ নিয়ে পুরী থেকেও ঘুরে আসেন তাঁরা। অন্তঃসত্ত্বা শুভশ্রী (Subhashree Ganguly) বেশ খুশি তাঁর পরিবার ও কাজের জগত নিয়ে। শুভশ্রী জানিয়েছেন, দ্বিতীয় সন্তান আসছে ডিসেম্বরে। তার আগে যতদিন সম্ভব হবে কাজ করবেন তিনি। সন্তানের জন্মের পর যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন বিশ্রামে থাকবেন অভিনেত্রী। আপাতত কাজ থেকে কিছু দিনের ছুটি নিয়ে সপরিবারে তিনি রওনা দিলেন বিদেশ। 


এদিন এয়ারপোর্টে দেখা মিলল 'রাজ পরিবারের'।
সাদা লং ড্রেন পরণে শুভশ্রী। আর সাদা টি শার্ট পরণে রাজ। সন্তান ইউভানও পরেছেন সাদা নীল টিশার্ট। বিদেশ যাওয়ার পথে ফ্রেম বন্দী হলেন তাঁরা। এয়ারপোর্ট লাউঞ্জ থেকেও ছবি শেয়ার করে 'ভ্যাকেশনের' কথা জানিয়েছেন শুভশ্রী। জানা গেল, ছুটি কাটাতে ইন্দোনেশিয়া চললেন দম্পতি। 


অভিনেত্রী জানিয়েছেন, প্রেগনেন্সিতে তাঁর যথেষ্ট খেয়াল রাখছেন রাজ। পরিবারের যত্নের ব্যাপারে বরাবরই দায়িত্ববান তিনি। রাজের প্রশংসা শোনা যায় অভিনেত্রীর স্বরে। ইতিমধ্যে 'রাজশ্রীর' বিদেশ যাত্রার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।




Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?