Swarnwndu-Shruti: স্বর্ণেন্দুর হাত ধরে স্বপ্নের উড়ানে পাড়ি শ্রুতির! 'মিনি হানিমুনে' রইল বিশেষ চমক
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ঠিক এক সপ্তাহ আগে চুপিসারে বিয়ে সেরেছিলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar) ও 'রাঙা বউ' অভিনেত্রী শ্রুতি দাস। অভিনেত্রী জানান, শ্যুটিংয়ের মাঝেই বিয়ে সারতে চেয়েছিলেন যুগল। তাই বিশেষ জাঁকজমকের বদলে ঘনিষ্ঠবৃত্তে বিয়ে সারেন তাঁরা। বিয়েতে লাল পাড় অফ হোয়াইট শাড়িতে নজর কাড়েন শ্রুতি (Shruti Das) আর একই ধাঁচের সাবেকি পাঞ্জাবিতে নজর কাড়েন স্বর্ণেন্দু (Swarnendu Samaddar)।
বিয়ের পরদিনই কাজে ব্যস্ত হয়ে পড়েন দুজনে। শ্যুটিং ফ্লোরে কেক কেটে সেলিব্রেট করা হয় শ্রুতি স্বর্ণেন্দুর বিবাহ-পার্টি। স্ত্রীকে হাসিমুখে মিষ্টিমুখ করান তাঁর 'স্বর্ণ'। কাজের মাঝে ব্যস্ততা কাটিয়ে এবার 'মিনি হানিমুনে' বেড়িয়ে পড়লেন তারকা দম্পতি। কোথায় গিয়েছেন, তা অবশ্য খোলসা করেননি তাঁরা। তবে শ্রুতি জানান, বিয়ের পর স্বামীর হাত ধরেই প্রথম আকাশে উড়ানে পাড়ি জমাবেন তিনি। প্রকৃতির কোলে শ্রুতি-স্বর্ণেন্দুর মধুচন্দ্রিমার ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
হানিমুনে পৌছেও শ্রুতিকে সারপ্রাইজ দিলেন তাঁর 'স্বর্ণ'। চকচকে রূপোর লভ পেনডেন্ট, ফুল ও লেটার দিয়ে স্ত্রীকে 'হানিমুন' গিফ্ট দিয়েছেন তিনি। এর মধ্যে এক সপ্তাহের বিবাহ পূর্তি নিয়ে একগুচ্ছ শব্দ উজাড় করে দেন অভিনেত্রী। পাশাপাশি একটি কেকের ছবি পোস্ট করে শ্রুতি জানান, এই কেকটি গত সোমবার 'রাঙাবউ' টিম সদস্যদের আনা। শ্রুতির বক্তব্য, "গত শনিবার ও সোমবার দুদিনই শ্যুটিংয়ের মধ্যে কাটিয়েছি। শনিবার বুঝতে পারিনি কিকরে সব ঠিকমতো মিটবে আর সোমবার ভেবেছি সব কিকরে এত নিখুঁতভাবে হলো। হয়তো এটাই ভগবানের ইচ্ছে ছিল, মা, বাবা আর আপনাদের আশীর্বাদের জোর ছিল।"সহকর্মী ও অনুরাগীদের উদ্দেশ্যে একরাশ ভালোবাসা উজাড় করেছেন অভিনেত্রী শ্রুতি।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment