Neel-Trina: 'তিলোত্তমায়' একসঙ্গে থেকেও পরস্পরের সঙ্গী নন নীল-তৃণা! 'ভিন্ন' ট্র্যাকের গল্প শোনালেন অভিনেত্রী


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ছোট পর্দার অন্যতম প্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা (Neel Bhattacharya-Trina Saha)। পর্দা পেরিয়ে বাস্তবেই গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। অনেকদিন ধরেই এই তারকা দম্পতিকে একসঙ্গে পর্দায় চেয়েছিলেন অনুরাগীরা। আর বুধবার সকাল সকালেই সুখবর দিলেন দম্পতি। শীঘ্রই তাঁদের জীবনে নতুন অধ্যায় সংযুক্ত হতে চলেছে। বড় পর্দায় অভিষেক হতে চলেছে নীল-তৃণার।

'হৃদয়পুর' পরিচালক সৌম্যজিৎ আদকের পরবর্তী ছবি 'তিলোত্তমায়' একসঙ্গে দেখা যাবে নীল ও তৃণাকে। ছবিতে প্রধান ভূমিকায় থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ছবিতে তিনি 'তিলোত্তমা' অনাথ আশ্রমের মালিক। পাশাপাশি, তৃণা সাহাকে দেখা যাবে সিঙ্গল মাদার অরুণিমার চরিত্রে। আর নীল ভট্টাচার্যকে দেখা যাবে একজন মিউজিশিয়ানের চরিত্রে। এছাড়া, ছবিতে অভিনয় করবেন ঋতব্রত মুখোপাধ্যায় ও রাই দাসকেও। 'তিলোত্তমা' কে ঘিরে এগিয়ে চলবে ছবির গল্পটি। 


তবে, আশ্চর্যের বিষয়টি হল এক ছবিতে থাকলেও
জুটি বাঁধছেন না নীল-তৃণা। তাঁদের দুজনের চরিত্রের ট্র্যাক আলাদা। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী তৃণা জানিয়েছেন, ছবির একটি দৃশ্যেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে না দম্পতিকে। অতএব সিনেমাটায় একসঙ্গে থাকলেও 'একসাথে' কোনো সিন নেই তাঁদের। তবে ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন অভিনেত্রী। সিনেমায় তাঁর চরিত্রটি চ্যালেঞ্জিং। চরিত্রটিকে সার্থকভাবে ফুটিয়ে তুলতে আশাবাদী তৃণা।


বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

 

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?