Bagha Jatin: 'বাঘাযতীনের' প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের! দেব পেলেন বলিউডি শুভেচ্ছা
আরও পড়ুন: Nandini Teaser: টানটান উত্তেজনায় ভরপুর 'নন্দিনীর' টিজার! প্রথম ঝলকেই নজর কাড়লেন ঋতাভরী, সুহত্র
দুই ইন্ডাস্ট্রি এবং দুই প্রজন্মের অভিনেতা দের এক ফ্রেমে বন্দি দেখে অনেকের মনে প্রশ্ন থাকলেও সবাই এখন এই ফ্রেমের প্রশংসায় পঞ্চমুখ। বাঘাযতীন রিলিজের ঠিক পরের দিন ছবিটি রিলিজ হবে হিন্দি ভাষায়। মুক্তি পাওয়ার আগেই বর্ষীয়ান অভিনেতার প্রশংসা পেয়ে খুশি টলিউডের 'বাঘা যতীন'।
আরও পড়ুন: Abir-Mimi: মিমির বিষয়ে 'জটিল' মন্তব্য করলেন আবির! 'রক্তবীজের' শ্যুটিংয়ে কী এমন হল?
বাংলা ইন্ডাস্ট্রির সুনাম খ্যাত অনেক অভিনেতাই এখন ধীরে ধীরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেদের জমি শক্ত করছেন। এর আগে যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাজ করেছিলেন কিছু হিন্দি ওয়েব সিরিজে জিতের ও কিছু সিনেমা প্রকাশ পেয়েছিল হিন্দিতে। এবার হিন্দিতে মুক্তি পেতে চলেছে দেবের 'বাঘা যতীন'। অগাস্ট মাসে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ মুক্তি পেতে না পেতেই পুজোর ছবির কাজে মন দিয়েছেন প্রযোজক-অভিনেতা। সঙ্গে আবার মন দিয়েছেন ক্রিসমাসের ছবির শুটিং এর জন্য। পুজোতে বাংলা ইন্ডাস্ট্রির ঝুলি তে রয়েছে - অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’। তাই গোটা ইন্ডাস্ট্রি মুখিয়ে রয়েছে কার ঝুলি বেশি ভরে ওঠে প্রশংসায়।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment