Nandini Teaser: টানটান উত্তেজনায় ভরপুর 'নন্দিনীর' টিজার! প্রথম ঝলকেই নজর কাড়লেন ঋতাভরী, সুহত্র
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: সায়ন্তনী পুততুণ্ডর লেখা 'নন্দিনী' উপন্যাসের এবার ওয়েব রূপান্তর দেখতে পাবেন দর্শক। আড্ডা টাইমসে (Addatimes) আসছে নতুন ওয়েব সিরিজ 'নন্দিনী (Nandini)'। সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) কে। থাকবেন সুহত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay) -সহ অন্যান্যরা। গতকাল প্রকাশ পেল সিরিজের প্রথম ঝলক।
টিজারের প্রথম থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা
নজরে পড়ল। 'নন্দিনীর' গল্প বলতে বসে সেই রহস্য আরও দ্বিগুণ করলেন সুহত্র। গর্ভস্থ সন্তান জন্মের আগেই তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে!
কিভাবে? নাকি আড়ালে মেঘনাদ তৃতীয় কেউ? মা ও সন্তানের লড়াই ভরা কাহিনী 'নন্দিনী'। রয়েছে সাংসারিক টানপোড়েনের আঙিনায় দমবন্ধ করা রহস্য। 'নন্দিনীর' টিজার প্রকাশের পরই উত্তেজনার পারদ চড়ল দর্শক মহলে।
প্রসঙ্গত, 'নন্দিনীর' হাত ধরে ওয়েবপর্দায় পা রাখতে
চলেছেন ঋতাভরী চক্রবর্তী। গোটা টিজার জুড়ে অন্তঃসত্ত্বা ঋতাভরীর লড়াই যেন জীবন্ত। অন্যদিকে নতুন চরিত্রে সাবলীলভাবে ধরা দিলেন অভিনেতা সুহত্র মুখোপাধ্যায়। সবমিলিয়ে 'নন্দিনীর' টিজার প্রকাশ পেতেই এখন সিরিজ মুক্তির অপেক্ষায় দিন গুনছে দর্শক।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment