Dasham Avatar: মুক্তির আগেই 'দশম অবতারের' ঘরে শুভেচ্ছার বন্যা! প্রসেনজিতকে 'বিশেষ' বার্তা পাঠালেন বিগ বি...
সংদিপ্তা ভট্টাচার্য্য: চলতি বছর পুজোতে বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত ও জয়া আহসান অভিনীত ছবি 'দশম অবতার' (Dasham Avatar)। দর্শক চাহিদায় প্রথম সারির ট্রেন্ডে থাকা মুভির ট্রেলার ইতিমধ্যেই ভাইরাল ভক্তদের মধ্যে।
সদ্য মুক্তি পাওয়া 'দশম অবতারের' ট্রেলারে দেখা গিয়েছে 'বাইশে শ্রাবণ' এর প্রবীণ রায়চৌধুরী, ' ভিঞ্চি দার' বিজয় পোদ্দার ওরফে অনির্বাণ ভট্টাচার্য জোট বেঁধেছেন এক নতুন ভূমিকায়। টলিপাড়ার মুভি উৎসবের আমেজেই প্রসেনজিতের কাছে এল বলিউডের শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা পাঠিয়েছেন "বিগ-বি" অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন- "বুম্বা,অন্যান্য বারের মতো তোমার জন্য শুভকামনা রইলো।"
'বিগ বি'-এর শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত অভিনেতা প্রসেনজিৎ। বন্দুকের গুলি ছোঁড়া, মৃত্যু থেকে ধাওয়া করা, রহস্য থেকে মুখোশ, সবমিলিয়ে টানটান উত্তেজনার হদিশ মিলেছে ছবির ট্রেলারে। তারই মাঝে অমিতাভের শুভেচ্ছাবার্তা হয়তো উপরি পাওনা হলো টলিউড ও আসন্ন ছবি 'দশম অবতারের'।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment