Jawan: এখন ঘরে বসেই দেখা যাচ্ছে কম বাজেটের জওয়ান! নিমেষে ভাইরাল লিংক! অবাক শাহরুখ
Somrupa Ash: এই মাসের ৭ তারিখে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি "জাওয়ান" (Jawan)। মুক্তি পেতেই বক্স অফিস কাঁপাচ্ছে এই সিনেমা। ৬০ বছর বয়সে দাঁড়িয়ে সে হিরোইজম দেখিয়েছে। ইতিমধ্যেই ১০০০ কোটির গণ্ডি পেরিয়েছে সিনেমাটি, এখনও অব্দি কোন খারাপ রিভিউ হয়নি। বাদশাহকে একাধিক হ্যান্ডসাম লুকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা ফ্যানেরা। আটটি কুমার পরিচালিত এই ছবি মানুষের মন জয় করেছে। কিন্ত এই সিনেমা দেখে এক শাহরুখ ফ্যান ঘটিয়েছে এক কান্ড।
এই ফ্যান হলেন একজন ইউটিউবার। "জারমাটিক্স " নামক ইউটিউব চ্যানেল চালান এই ভক্ত। প্রথম দিন থেকেই দেখা গেছে অনেক শাহরুখ ফেনেরা 'জাওয়ান' এর বিভিন্ন লুকে সেজে এসেছে। এই ভক্তের কান্ডে সয়ম বাদশাহও নিজেকে আর ধরে রাখতে পারলেন না। "জারমাটিক্স" নিজের স্মার্ট ফোন দিয়ে তৈরি করে ফেলেছেন একটি আস্ত 'জাওয়ান' এর অ্যাকশন সিন।
ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ইউটিউবার রাতারাতি শিরোনামে। 'জাওয়ান' এর প্রমোশনে এখন শাহরুখ খান প্রায়ই সোশ্যাল মিডিয়ার মুখোমুখি হন । এই ভক্তের প্রশংসা করলেন বাদশাহ! নিজের টুইটারে এই ভিডিও শেয়ার করে ক্যাপশন দেন, "আমি আপ্লুত! সত্যিই অসাধারণ! দারুণ হয়েছে। তবে খুবই অগোছালো। কিন্তু আমার দারুণ ভাল লেগেছে। আমাকে এতটা ভালবাসার জন্য ধন্যবাদ!" শাহরুখ খানের শেয়ারের পর আরও বেশি ভাইরাল 'কম বাজেটের জাওয়ান'!
দেখুন ভিডিও
https://x.com/zarmatics/status/1706564946795098614?s=20
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment