Trina-Koushik: পাশাপাশি দাঁড়িয়ে সুখবর দিল তৃণা-কৌশিক! 'খড়কুটো ২' আসছে নাকি...
Somrupa Ash: বাংলার ঘরে ঘরে সাড়া ফেলেছে বাংলা সিরিয়াল। নতুন মুখ এবং পুরনো মুখের আনাগোনা চলছে। এমনই একটি মেগা ধারাবাহিক 'খড়কুটো'। দর্শকদের মন কেড়ে নিয়েছিল এই ধারাবাহিক। যে কারনে ৬টি ভাষায় নতুন করে শুরু হয় ধারাবাহিকটি। গুনগুন ওরফে তৃণা এবং সৌজন্য বা বাবিন ওরফে কৌশিক ও গুনগুন ওরফে তৃণার জুটিকে অনুরাগীরা নাম দিয়েছিল "সৌগুন" জুটি।
এই জুটি জনপ্রিয় হওয়ায় তাদের আবারও একসাথে দেখা যায় "বালিঝড় " ধারাবাহিকে। কিন্তু এই মেগা জনপ্রিয় না হওয়ায় দুই মাসের মধ্যেই শেষ করে দিতে হয়।
এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কৌশিকের সঙ্গে ছবি শেয়ার করেছেন তৃণা। ক্যাপশনে লিখেছেন, "এই পুজোয় আকর্ষণীয় কিছুর জন্য বাবিন গুনগুন আবার একসঙ্গে হয়েছে।" 'সৌগুন' জুটিকে ফের একসঙ্গে দেখে খুশি ফ্যানেরা। এখন প্রশ্ন, তবে কি আবার ফিরছে 'খড়কুটো ২'? নাকি ছোট পর্দা ছেড়ে ওটিটিতে জুটি বাঁধছেন তৃণা ও কৌশিক? প্রশ্ন জিইয়ে রেখে মুখে কুলুপ এঁটেছেন 'সৌগুন' জুটি।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment