Hoichoi 7: সাতে পা রেখেই বিরাট চমক হইচই তে! একাধিক নতুন গল্প ও সিরিজ সিক্যুয়ালের প্রথম ঝলক এল প্রকাশ্যে


দেখতে দেখতে সবার সবচেয়ে প্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই( HOICHOI) সম্পূর্ন করলো সাত বছর। এই খুশিকে আরো ডবল করতে হইচই আনছে একগুচ্ছ নতুন গল্পের ঝুড়ি। রহস্য, রোমাঞ্চ,প্রেম, মজায় ভরে যাবে এবার। 

তানিয়া রায় চৌধুরী: ছুটির দিন হোক কি একটা বাড়ি বসে সিনেমা ডেট এই সবটা জুড়ে  বাঙালি হইচই বলতে অজ্ঞান। সেই বাঙালির ইমোশন হইচই এবার আনছে টোটাল  ২৪ টা নতুন গল্প এবং সেখানে থাকছে নতুন চরিত্র। তার মধ্যে পুরনো সিরিজের সিক্যুয়েল এর কাজ ও দর্শক দেখতে চলেছেন। বাঙালি মেয়েদের ক্রাশ অনির্বাণ কে দেখা যাবে "দুর্গ রহস্য" এর ব্যোমকেশ  রূপে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জন্য। আর  সত্যবতী রূপে দেখা যাবে সোহিনী সরকার কে আর অজিত আমাদের পরিচিত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় । এছাড়াও পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় দেখাবেন টুংলুংয়ে একেন এর কীর্তি।

আরও পড়ুন: Hoichoi New Series: 'অন্তর মহলে' মুখ দেখবেন টলিপাড়ার ত্রয়ী! একজোটে আসছেন সৌরভ-ঈশা-স্বস্তিকা


সৌরভ চক্রবর্তীর পরিচালনায় এই প্রথমবার ওয়েব সিরিজ জগতে আসবেনদেবশ্রী রায়।  ‘কেমিস্ট্রি মাসি চরিত্র নিয়ে’। সিরিজে মধ্যবয়স্ক ভ্লগারের চরিত্রে অভিনয় করেছেন দেবশ্রী। কিন্তু তার সঙ্গে কেমিস্ট্রির কী কানেকশন আর দর্শক এর কেমিস্ট্রি কেমন হয় আমাদের দেবশ্রী এর সাথে সেটা এখন দেখার অপেক্ষায়। পর্ণশবরীর শাপ’-এর সৌজন্যে ভাদুরি মশাই হয়ে ওয়েব দুনিয়ায় এন্ট্রি নিচ্ছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। ‘কলঙ্ক’ আসছে এক দম্পতির ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সাংঘাতিক পরিণাম নিয়ে ।এছাড়া আসছে সুহোত্র, দিতিপ্রিয়ার ‘ডাকঘর ২’ আর ঋত্বিকের ‘গোরা ৩’। 

আরও পড়ুন: Star Jalsha: সম্পুর্ণ অচেনা এক প্রেমের গল্পে অঙ্গনা- রোহন! স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'...


কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে ‘আবার রাজনীতি’তে। দেবালয় ভট্টাচার্য আসছে "মধ্যরাতের অপেরা" নিয়ে। যাহা বলিব সত্য বলিব’তে ফের একবার আইনজীবীর চরিত্রে মিমি চক্রবর্তী। তাঁর বিপরীতে রয়েছেন টোটা রায়চৌধুরী। পরিচালনায় চন্দ্রাশিস রায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ অবলম্বনে সিরিজ তৈরি করছেন অদিতি রায়। মুখ্য ভূমিকায় দেবচন্দ্রিমা সিংহরায়। ইশা সাহা, সৌরভ দাস, অর্পণ ঘোষালকে দেখা যাবে ‘অন্তরমহল’-এ।

আরও পড়ুন: Abir-Mimi: মিমির বিষয়ে 'জটিল' মন্তব্য করলেন আবির! 'রক্তবীজের' শ্যুটিংয়ে কী এমন হল?

 এছাড়াও আসছে ‘সম্পূর্ণা ২’, ‘দেবী’, ‘তালমার রোমিও জুলিয়েট’।আসছে সন্দীপ্তা, কৌশিক, ইন্দ্রাশিসের ‘বোধন ২’। ইন্দু ৩’ নিয়ে আসছেন পরিচালক সাহানা দত্ত। মুখ্য ভূমিকায় অবশ্যই ইশা সাহাকে দেখা যাবে। সাহানার ‘গভীর জলের মাছ ২’ সিরিজে থাকছেন স্বস্তিকা দত্ত, অনন্যা সেন, ঊষসী রায়। ‘নষ্টনীড় ২’-এর গল্প নিয়ে আসছেন সন্দীপ্তা সেন ও সৌম্য বন্দ্যোপাধ্যায়।


এতগুলো নতুন কাজ নতুন চরিত্র সবাই মুখিয়ে রয়েছে কার কাছে সেরা শিরোপা আসে আর এই ইঁদুর দৌড়ে কে একটু হলেও পিছিয়ে যায় কিন্তু সবার জন্য সবার একান্ত প্রিয় হইচই প্রত্যেকটা সিরিজেই অসংখ্য শুভেচ্ছা বার্তা যেমন রয়েছে তেমন প্রত্যেকটা পরিচালকের চোখমুখেও কিন্তু একটা আবচা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে চিৎকার কাজ কতটা সাফল্য পাবে কার কাজ কতটা দূরে এগিয়ে যাবে। এখন শুধু সময় গোনার অপেক্ষা।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।


Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?