Hoichoi New Series: 'অন্তর মহলে' মুখ দেখবেন টলিপাড়ার ত্রয়ী! একজোটে আসছেন সৌরভ-ঈশা-স্বস্তিকা


Somrupa Ash: নতুন সিরিজে জুটি বাঁধতে চলেছেন ইশা সাহা (Ishaa Saha) সৌরভ দাস (Sourav Das) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। নাম 'অন্তর মহল'। 'ডাকঘর' খ্যাত পরিচালক অভ্রজিৎ সেন পরিচালনা করছেন সিরিজটি। হইচই (Hoichoi) সেভেন-এর সন্ধ্যায় প্রকাশ্যে এলো সিরিজের প্রথম ঝলক। 


ডাকঘরের সফলতার পর অভ্রজিৎ সেন - এর পরের পরবর্তী প্রজেক্ট 'অন্তর মহল'। গ্রাম্য জীবন ও তাদের সরলতাই ছিল 'ডাকঘর ' এর প্রেক্ষাপট। তবে এই নতুন সিরিজে ফুটে উঠবে সম্পর্ক, জীবন ও মনের টানাপোড়েনের ছবি। ইতোমধ্যে শুটিং শেষ হয়েছে সিরিজের। পোস্ট প্রোডাকশন কাজ চলছে। প্রয়োজনা করছে হইচই। 

জানা গেছে শুধুমাত্র একটি নয় আরও একাধিক সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা হল শুক্রবার হইচই সেভেনের রেড কার্পেট মঞ্চে। রইল চমক এবং চর্চিত সিরিজের আগামী সিজন আসার খবর। 


সৌরভ চক্রবর্তীর পরিচালিত 'কেমিষ্ট্রি মাসি ' সিরিজে -এর হাত ধরে অটিটি তে পা রাখছেন দেবশ্রী রায় । 'পর্ণশবরীর শাপ ' নামক সিরিজটি তৈরি হবে চিরঞ্জিতকে নিয়ে, পরিচালনায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় । ঋত্বিক চক্রবর্তী এবার 'গোরা' থেকে অন্য সিরিজে। 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ' নামক নতুন ওয়েব সিরিজে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে । 'মধ্যরাতের অপেরা' নিয়ে আসছেন দেবালয় ভট্টাচার্য।  তবে এই সিরিজের কাস্টিং এখনও সামনে আনেননি নির্মাতারা। আসছে সন্দিপ্তা সেনের 'বোধন ২'। সব মিলিয়ে একঝাঁক চমক নিয়ে হাজির জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম হইচই। 

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?