Manush: 'দূর্ধর্ষ' জিৎ ও 'ভিলেন' জিতু! প্রকাশ পেল গায়ে কাঁটা দেওয়া 'মানুষ'-এর ট্রেলার...
মানুষ এর উত্তেজনা তীব্র "মানুষ" এর অ্যাকশনে। নারকোটিক্স সেলের অফিসার "বস" জিৎ আর ভিলেন এবার জিতু।
Tania Roy Chowdhury: এবার সরাসরি একজন ডেয়ারিং পুলিশ অফিসারের চরিত্র নিয়ে হাজির সুপারস্টার জিৎ। আর তার সাথে এবার জুটি পেতেছে তার বিপরীতে ভিলেনে ছোট পর্দার এবং বড় পর্দা সুনাম খ্যাতো জিতু কমল। "মানুষ" এর অ্যাকশন ট্রেলার আসতেই দর্শকদের উত্তেজনা দীপাবলীর আগেই এক খুশির আলো এনে দিচ্ছে ইন্ডাস্ট্রিতে।
আরও পড়ুন: Pradhan Shooting: বড়দিনে আসছে 'প্রধান' ঝড়! উত্তরবঙ্গ ছেড়ে কলকাতার শ্যুটিং ফ্লোরে চলছে কী?
জিৎ, বাংলা ইন্ডাস্ট্রির বিগত দুই দর্শকের সুপারস্টার দের মধ্যে অন্যতম এক নাম। প্রেমিক থেকে দেশপ্রেম যে কোন চরিত্রেই নিজেকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন তিনি। শুধু অভিনেতা নয় মাঝে মাঝে প্রযোজনাতেও নিজেকে বেশ যুক্ত করে রেখেছেন। নিজের শর্তে স্বাধীন ভাবে আপোষহীন কাজ করে চলেছেন তিনি ইন্ডাস্ট্রিতে একের পরে এক। কিছুদিন আগেই তার অভিনীত সিনেমা "চেঙ্গিস" রিলিজ হয়েছিল পুরো ভারতবর্ষে।
"সাথী" র পরে ইন্ডাস্ট্রিতে "সূর্য" হয়ে রাজত্ব করছেন "বস"। আড়াই মিনিটের ট্রেলারে দুটো চরিত্র দেখা যাবে তাকে, একদিকে একজন নারকোটিক্স সেলের দুঃসাহসিক অফিসার একই সঙ্গে একজন মিষ্টি মেয়ের দায়িত্ব ও কর্তব্যশীল বাবা। তার বিপরীতে ভিলেন চরিত্রে দেখা যাবে জিতু কমল কে। ছোট পর্দা থেকে বড় পর্দায় যায়নি এবং প্রত্যেকটা চরিত্র অভিনয় যথেষ্ট প্রশংসা রাখে আমাদের "অপরাজিত" র। এর পাশাপাশি আরও যে সমস্ত বিশিষ্ট মানুষদের দেখা যাবে এই সিনেমাতে তারা হলেন - "সুস্মিতা চট্টোপাধ্যায়, বিদ্যা সিনহা মিম, সৌরভ চক্রবর্তী।"
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment