Pradhan Shooting: বড়দিনে আসছে 'প্রধান' ঝড়! উত্তরবঙ্গ ছেড়ে কলকাতার শ্যুটিং ফ্লোরে চলছে কী?


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ডিসেম্বরের হিমেল হাওয়ার মাঝে ঝড়ের পূর্বাভাস। যেমন তেমন নয় এ একেবারে 'প্রধান' ঝড়। টলি সুপারস্টার দেব ও নবাগতা সৌমিতৃষার যুগলবন্দি আসছে ডিসেম্বরে। জুটি বেঁধে বক্স অফিস কাঁপাতে আসছেন তাঁরা। কলকাতার শ্যুটিং ফ্লোরে তুমুল ব্যস্ততায় কাটছে তাঁদের। শ্যুটিংয়ের ফাঁকে চলছে আড্ডা, হাসি, মজা। হালকা মেজাজে ছবির কাজে একশো শতাংশ মন দিয়েছেন কলাকুশলীরা। 


উত্তরবঙ্গে বেশ কিছু শ্যুটিংয়ের পার্ট সেরে এখন কলকাতায় চলছে কাজ। বেশ কিছু ক্লিপস পছন্দ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। স্ক্রিনে সব ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখছেন পরিচালক ও প্রযোজক দুজনেই। কাজের মানে এক বিন্দু আপোস করতে রাজি নন তাঁরা। বড়দিনে ধামাকা আনবে প্রধান। আশায় দিন গুনছেন সকলে। 


টেলি পর্দায় কাজ করার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম বড় পর্দায় অভিনয় করতে চলেছেন মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। মুখে চওড়া হাসি রেখেই তিনি জানালেন, ছবি নিয়ে তাঁর বিরাট প্রত্যাশা। দেবকেও দেখা গেল হালকা মেজাজে। আপাতত জোরকদমে কাজের প্রস্তুতিতেই থাকবেন টলি সুপারস্টার।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ