Pradhan Shooting: বড়দিনে আসছে 'প্রধান' ঝড়! উত্তরবঙ্গ ছেড়ে কলকাতার শ্যুটিং ফ্লোরে চলছে কী?


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ডিসেম্বরের হিমেল হাওয়ার মাঝে ঝড়ের পূর্বাভাস। যেমন তেমন নয় এ একেবারে 'প্রধান' ঝড়। টলি সুপারস্টার দেব ও নবাগতা সৌমিতৃষার যুগলবন্দি আসছে ডিসেম্বরে। জুটি বেঁধে বক্স অফিস কাঁপাতে আসছেন তাঁরা। কলকাতার শ্যুটিং ফ্লোরে তুমুল ব্যস্ততায় কাটছে তাঁদের। শ্যুটিংয়ের ফাঁকে চলছে আড্ডা, হাসি, মজা। হালকা মেজাজে ছবির কাজে একশো শতাংশ মন দিয়েছেন কলাকুশলীরা। 


উত্তরবঙ্গে বেশ কিছু শ্যুটিংয়ের পার্ট সেরে এখন কলকাতায় চলছে কাজ। বেশ কিছু ক্লিপস পছন্দ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। স্ক্রিনে সব ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখছেন পরিচালক ও প্রযোজক দুজনেই। কাজের মানে এক বিন্দু আপোস করতে রাজি নন তাঁরা। বড়দিনে ধামাকা আনবে প্রধান। আশায় দিন গুনছেন সকলে। 


টেলি পর্দায় কাজ করার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম বড় পর্দায় অভিনয় করতে চলেছেন মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। মুখে চওড়া হাসি রেখেই তিনি জানালেন, ছবি নিয়ে তাঁর বিরাট প্রত্যাশা। দেবকেও দেখা গেল হালকা মেজাজে। আপাতত জোরকদমে কাজের প্রস্তুতিতেই থাকবেন টলি সুপারস্টার।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?