Ranbir-Alia: জন্মদিনে প্রকাশ্যে এল রাহার 'প্রথম' ছবি! কতটা বড় হল সে? কেমন দেখতে হল তাঁকে?
Tania Roy Chowdhury: বিয়ের বছরের নয় মাসের মাথায় ভট্ট এবং কাপুর পরিবারে এসেছিল ছোট্ট খুশির আলো 'রাহা'। আলিয়া এবং রণবীর এর প্রথম সন্তান। কিন্তু জন্মের পর থেকে মেয়েকে কখনোই সামনে আনেননি তারা। ঠিক জন্মদিনের এক বছরে ছোট্ট একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিয়েছেন সেখানেও মেয়ের মুখ অবশ্য দেখা যায়নি। পাঁচ বছর ধরে সবার অলক্ষে প্রেম করে গত বছর মুম্বাইতে সেই পরিনতি পায় আলিয়া এবং রণবীরের ভালোবাসা। তারপরে তাদের কল আলো করে আসে তাদের প্রথম সন্তান। সন্তানকে বড় করার সাথে তারা নিজেদের কাজ কেউ সমান ভাবে গুরুত্ব দিয়েছিলেন। আলিয়া এখন শুধুমাত্র নিজেকে অভিনেত্রী তে আটকে রাখেননি নিজের প্রযোজনের কাজেও তিনি যথেষ্ট ব্যস্ত ছিলেন।
আরও পড়ুন: Jeetu Kamal: বিচ্ছেদ জল্পনা উড়িয়ে পাহাড় প্রেমিক জিতু কমল! ছুটিতে অভিনেতার সঙ্গে কোন রহস্যময়ী?
রণবীরের ঝুলিতেও একের পর এক বড় বড় কাজের অফার আসতে শুরু করেছিল। এরই মাঝে তারা তাদের দেওয়া কথা কখনো ভেঙে ফেলেন নি। কোনভাবেই জন্মদিনের এক বছর আগে মেয়ের ছবি কোথাও কোন সোশ্যাল সাইটে তারা আপলোড করেননি। ৬ নভেম্বর প্রথম বছর জন্মদিনেও শুধুমাত্র কেকের ওপরে ছোট্ট রাহার দুটো হাতের ছবি আপলোড করেছেন। সেখানে আলিয়া এবং রণবীরের সাথে পূরণ সোশ্যাল মিডিয়া তাদের ভালোবাসাতে ভরিয়ে দিয়েছেন। মেয়েকে সময় দেওয়া নিয়ে প্রশ্ন করলে আলিয়া বলেছিলেন যে তিনি নিজেরা নিজেদের কাজ খুব সুন্দর ভাবে সাজিয়ে করেন একজন কাজ করলে আরেকজন কাজের ছুটিতে থাকেন এভাবে তারা ব্যালেন্স করে চলেন আর নিজেদের জীবনের প্রায়োরিটি অনুযায়ী মানুষ ,সম্পর্ক এবং কাজকে সাজান।
এক্ষেত্রে বাবার রণবীর ও কিন্তু পিছিয়ে নয়। তিনিতার "অ্যানিমাল’ ছবি পড়ে ছমাসের একটি বিরতি নেবেন সেটা তিনি আগেই জানিয়ে দিয়েছেন কারণ সেই সময়টা তিনি তার বাচ্চার সঙ্গে আরও বেশি করে দিতে চান। দম্পতির নতুন উদ্যোগ যথেষ্ট প্রশংসার যোগ্য। এভাবেই তারা প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকে ব্যালেন্স করে সুখী দম্পতির জীবন যাপনে যথেষ্ট ব্যস্ত।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment