Jeetu Kamal: বিচ্ছেদ জল্পনা উড়িয়ে পাহাড় প্রেমিক জিতু কমল! ছুটিতে অভিনেতার সঙ্গে কোন রহস্যময়ী?
Tania Roy Chowdhury: টলি পাড়ার অন্যতম প্রিয় জুটি জিতু নবনীতার কথা এবং তাদের ভালবাসার গল্প কম বেশি সকলেরই জানা। তাই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই সমস্ত দর্শকমহলে প্রার্থনা থাকতো তারা যেন আবার এক হয়ে যায়। চাইলেই তো আর সব পাওয়া যায় না! তাই বর্তমানে দাঁড়িয়ে জিতুক আমলের নানা রকম ক্যাপশন পোস্ট তার নতুন প্রেমের ইঙ্গিতের দিকেই কে এগিয়ে যাচ্ছেন নিয়ে চলছে, একটা জোর কদম শোরগোল টলি পাড়াতে।
রিল লাইফের প্রেম রিয়েল লাইফে বিয়ের পিড়ি অব্দি পৌঁছে গেলেও, জীবনের বাকি রাস্তাটাতে কেমন যেন আলাদা হয়ে যায় সেই একসাথে থাকার অঙ্গীকারবদ্ধ মানুষগুলো রাস্তা। নিজেদের বিচ্ছেদের কথা নবনীতা নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। তারপর থেকে একাধিক তাদের পোস্ট ঘিরে কমেন্ট সেকশনে ভরে যেত তাদের একসাথে থেকে যাওয়ার অনুরোধ বিনয় এবং প্রার্থনা অনুগামীদের। তাদের বিচ্ছেদের খবর আসার পরেও তাদের একে অপরকে নিয়ে যে পোস্ট শেয়ার হতো সেখানে তারা একটা আলাদাই সম্মানের জায়গা করে নিয়েছিলেন দর্শক আসনে। জিতুক আমলের কাজের ব্যস্ততা যখন বাড়তে শুরু করে এবং তার ঝুলিতে যখন একের পর এক ভালো ভালো কাজের অফার আসতে থাকে তখনই "তৃতীয় ব্যক্তি" কে অনেকে জড়িয়ে তাদের বিচ্ছেদের কারণ হিসেবে দায়ী করলেও নবনীতা আবার সোশ্যাল মিডিয়াতে সেটি ক্লিয়ার করে দেন যে তাদের বিচ্ছেদের পেছনে বাইরের কারোর কোন হাত নেই।
আরও পড়ুন: Debojyoti-Soumili: অনস্ক্রিন ভাসুরের সঙ্গে অফস্ক্রিনে জমিয়ে প্রেম! অকপট 'অনুরাগের ছোঁয়ার' উর্মী...
এই খবর একটু স্থিতি হতে না হতেই শুরু হয় জিতুর একাধিক পোস্ট নিয়ে নানারকম সমালোচনা। "ভালোবাসা" ক্যাপশন দিয়ে নিজের বাইকের ছবি পোস্ট করেন তিনি তার কাছে আগা গোড়ায় নিজের বাইক একটি ভালোবাসা জায়গায় এবং "সলো ট্রিপ" তার ভীষণ প্রিয়। আর এই ক্যাপশন দেখে শুরু হয় আসল সমস্যা মানুষজনের মনে হতে শুরু করে তাহলে কি নতুন কোন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন তাদের প্রিয় ছোট পর্দার "মল্লার" ? অনেকেই আবার তারই অভিনীত এবং সাফল্যপ্রাপ্ত সিরিয়াল "মিলন তিথি" সিরিয়ালের "অর্জুন" এর সাথে তার বাস্তব জীবনটাকেও মেলে ধরেছেন সেখানেও যেমন তিনি ভালোবাসার বিবাহী সম্পর্কে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল শেষে গিয়ে বিচ্ছেদটাই যেন উক্তর হিসেবে দাঁড়িয়েছিল তেমনি কি ঘটেছে তার বাস্তবে? অবশ্যই এসব একটা কথাতে কান না দি জিতু কমল ভীষণ রকম ব্যস্ত নিজের কাজ এবং নিজের জীবন নিয়ে। একজন বাইকারের কাছে সব থেকে কাছের হল তাদের হেলমেট সেই সম্পর্কে জিতু কমল মন্তব্য করেছেন - "সতর্ক থাকা ভালো'। হেলমেটের সঙ্গে সেলফি তুলে লিখেছেন - 'সংশোধনের চেয়ে সতর্ক থাকা ভালো'।
বিচ্ছেদের পরে অনেকগুলো নানা দিক সামনে উঠে এসেছিল এই তারকা দম্পতি সম্পর্কে। প্রসঙ্গত এমনও শোনা গিয়েছিল নবনীতা গেছিলেন নতুন সম্পর্কে স্নেহাল অধিকারীর সঙ্গে। তাঁরা সরাসরি দুজন দুজনকে নিয়ে কোন মন্তব্য না করলেও তাদের একে অপরের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি পোস্ট নতুন সম্পর্ক আগমনের একটা পজিটিভ সাংকেতিক চিহ্ন হিসেবেই দেখা দিয়েছিল। নবনীতাকে যখন স্নেহালের ব্যাপারে অপ্রস্তুতিকর পরিস্থিতিতে ফেলে জিজ্ঞেস করা হয় তখন সেই পরিবেশকে আরো সমস্যা সৃষ্টি করে জিতু কমলের নতুন একটি পোস্ট। "আমি ভাবুক, ইচ্ছুক নই/ আমি প্রেমিক, বিকৃত নই/ আমি চিন্তন, চিরন্তন নই/ আমি সৃষ্টিশীল, সৃষ্টিকর্তা নই আমি দোষারোপ, দোষী নই।" এরকম একটি ক্যাপশন এর মাধ্যমে জিতু কমল কে প্রকাশ করতে চেয়েছেন সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনই। নতুন কাজের ব্যস্ততার সাথে নিজের ব্যক্তিগত জীবনের এত উত্থান পতন এবং তাদের সম্পর্কের গতি কোন দিকে ঘুরছে সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন গোটা দর্শক মহল এবং তাদের শুভাকাঙ্খীরা।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment