Dev-Subhashree: ফের পাশাপাশি দেব-শুভশ্রী! অভিমান ভাঙলো বুঝি?

টলিউডে দেব-শুভশ্রীর জুটি নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি। দুজনকে এক ফ্রেমে পছন্দ করতেন দর্শকেরা। একসময় বহু ফিল্মে একসঙ্গে কাজ করেছেন অভিনেতা দেব (Dev Adhikari) ও অভিনেত্রী শুভশ্রী (Subhashree Ganguly)। কিন্তু বর্তমানের চিত্রটা আলাদা। শুভশ্রী এখন রাজ ঘরণী। অন্যদিকে, দেব তাঁর 'বিশেষ বন্ধু' রুক্মিণীর (Rukmini Maitra) সঙ্গে জমিয়ে প্রেম করছেন। একসঙ্গে থাকাকালীন দেব ও শুভশ্রী নিজেদের সম্পর্ক জাহির করতেন না সেভাবে। তবে সম্পর্ক ভাঙার খবরে সবটা জলের মতো স্পষ্ট হয়। 


মাঝেমধ্যেই নানান অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়
দুজনকে। তবে কথা বিনিময় কিংবা আলাপ আলোচনা সেভাবে করেন না। বলা যায়, 'প্রাক্তনের' প্রতি রাগ ও অভিমান অন্তরেই পুষে রেখেছেন দুজনে। রাজ-কাজ-ইউভানকে নিয়ে দিব্য আছেন শুভশ্রী। আর, দেব আছেন 'রুক্মিণী' গোলার্ধে।
তবে এসবের মাঝেই এবার একসঙ্গে দেখা গেল দুজনকে। এক মঞ্চে দেব-শুভশ্রী। সম্প্রতি আয়োজিত টিভি নাইন বাংলার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজের 'ইন্দুবালা'-র চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রী (ওটিটি)-এর সন্মান জিতে নিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। আর সেই উপহার তাঁর হাতে তুলে দিলেন স্বয়ং দেব নিজে।


অনুরাগীদের দাবি, পুরস্কার দেওয়ার সময় অভিনেত্রীর চোখের দিকেও তাকাননি অভিনেতা দেব। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় পুরস্কার ও নিজের ছবি পোস্ট করলেও 'প্রাক্তন' কে বাদ রেখেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ইতিমধ্যে বিষয়টি নিয়ে চর্চা শুরু হলেও তাতে বিশেষ আমল দিতে রাজি নন দুজনই।


By: Tilottoma Chakraborty 





Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ