TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: টিভিএফ (TVF)-এর 'Aspirants' সিরিজটি মনে পড়ে? প্রায় দুই বছর আগে টিভিএফ-এর পর্দায় প্রকাশিত সিরিজটি কার্যত ঝড় তোলে দর্শক মহলে। ইউপিএসসি 'Aspirant' অভিলাষের জার্নি শুনিয়ে যায় সিরিজটি। শত ফেলের পরেও কিভাবে ফিরে আসে অভিলাষ, শিরদাঁড়া শক্ত রেখে কিভাবে জয় করে তাঁর স্বপ্ন। সেই কাহিনী যেন শত শত পরীক্ষার্থীদের ছায়া। অভিলাষের জীবনের মেন্টর ছিলেন সন্দীপ ভাইয়া (Sandeep Bhaiya)। কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি দর্শকদের মন জয় করেন তিনিও।
বারবার হেরে যাওয়া অভিলাষকে ফের স্বপ্ন দেখান 'সন্দীপ ভাইয়া'। অসংখ্য শূন্যতায় এক কণা স্বপ্ন বুনে জয়ের বার্তা দিতেন তিনি। সেই সন্দীপ ভাইয়ার জার্নিটা ঠিক কেমন? কিছুটা হয়তো জানা যায় 'Aspirant' সিরিজ থেকেই। কিন্তু তাঁর উত্তরণের কাহিনী সবটা জানেননি দর্শক। তবে এবার পূর্ণ পৃষ্ঠার কাহিনী নিয়ে পর্দায় আসছেন তিনি। টিভিএফ-এর পরবর্তী সিরিজ 'সন্দীপ ভাইয়া (Sandeep Bhaiya)'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার। প্রথম ঝলকেই দর্শকদের মন জয় করেছেন 'ভাইয়া'।
কথায় বলে ভস্ম থেকেই জন্ম হয় 'ফিনিক্স' পাখির। তেমনই সব খোয়ানোর পরেও স্বপ্ন আঁকড়ে বাঁচা মানুষদের 'স্বপ্নপূরণ' হয়। একথা যে সত্য তার ফের প্রমাণ দেবে 'সন্দীপ ভাইয়া'। যিনি নিজের সাথে আরও বহু শিক্ষার্থীকে আলোর পথে এনেছিলেন। "হারকে কখনও নিজের কমফর্ট জোন হতে দিও না"। কথার মাধ্যমেই স্বপ্ন ছোঁয়ার পথ বাতলে দিতেন তিনি। সেই সন্দীপ ভাইয়া কিভাবে সব কটি সুযোগ শেষের পরেও লক্ষ্যে পৌছেছিলেন? আর অর্ধেক নয়, বরং পুরো গল্প শোনাবে টিভিএফ।
আরও পড়ুন: Adipurush: 'বাহুবলী' থেকে 'আদিপুরুষের' রাম! কোন জাদুবলে ডিরেক্টরের প্রথম পছন্দ প্রভাস? ফাঁস রহস্য
আগামী ৩০ জুন থেকে সিরিজটি প্রকাশ পেতে চলেছে। 'Aspirants'-এর মতোই ভাগে ভাগে প্রকাশ পাবে এপিসোডগুলি। কেন্দ্রীয় চরিত্র সন্দীপ ভাইয়ার ভূমিকায় অভিনয় করবেন সানি হিন্দুজা (Sunny Hinduja)। এছাড়া রয়েছেন অভিনব আনন্দ, দীপালী গৌতম, রাজেন্দ্র গুপ্ত, পুনিত তিওয়ারি-সহ অন্যান্য অভিনেতারা।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment