Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: গোয়েন্দা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক লম্বা-চওড়া চেহারা, উজ্জ্বল চোখ, বুদ্ধিদীপ্ত গম্ভীর মুখ। যাঁর মনে থাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর তথ্যও। সেদিক দিয়ে হইচই (Hoichoi)-এর গোয়েন্দা গোরা সেন (GORA) কিন্তু এক্কেবারেই আলাদা। তিনি নাকি সবই ভুলে যান। এক জনের নামের বদলে অন্যজনের নাম, আর এক জায়গার বদলে অন্য জায়গার ঠিকানা! কেসের ক্লু মনে রাখতে ভরসা বেসুরো গান, আর যত্রতত্র বেফাঁস মন্তব্য করা তাঁর হবি। তাঁর বুদ্ধির খোঁচায় কুপোকাত হয় বড়সড় ক্রিমিনালরা! উল্লেখ্য, 'সিরিয়াল কিলার।' অল টাইম ভরসা 'সারথী' আগা চলে তাঁর সঙ্গে সঙ্গেই। এই 'আগা' সারথী আর 'গোরা' গোয়েন্দা মিলে সলভ করবে কলকাতার আরেক সিরিয়াল কিলিং মিস্ট্রি। 


ব্যাঙ্ক ডাকাতির কেস সলভ করা ব্যস্ত গোরার মাথায় ভুত চাপে 'বিয়ের'। বউ খুঁজতে হল্লা পড়ে বাড়িতে। এরই মধ্যেই গোরা সেন দায়িত্ব পান এক মন ভারী কেসের। এক বাড়ির তিন কন্যা সন্তান নিহত। পরিচিত অথবা অপরিচিত কেউ গোপনে হত্যা করছে তাঁদের। কিন্তু তাঁর মোটিভ কী? কেনই বা টার্গেট বাচ্চারা? শুরু হয় তল্লাশি। আর কেঁচো খুঁড়তেই বেরিয়ে পড়ে কেউটে। তিন জন নয় গোটা কলকাতা শহর জুড়ে মেরে ফেলা হচ্ছে একের পর এক শিশু কন্যা সন্তানকে। এহেন অদ্ভুত হত্যালীলার শেষ কোথায়?



শুরু হয় কাউন্টডাউন। ছোট্ট 'বনবনের' ছড়া কিছুটা ধোঁয়াশা কাটালেও ছড়ি ঘোরাবে ধাঁধা। কথার প্যাঁচে ক্লু টাইট আর ছোটাছুটিতে ব্রেন-ফাইট। এভাবেই গড়ায় কেস হিস্ট্রি। তবে এক্কেবারে শেষে এক অদ্ভুত চমক রেখে শেষ হয় গল্প। একসময় চমকে উঠে মনভার হবে দর্শকদের। 



'গোরা সিজন ২' জুড়ে ঋত্বিক চক্রবর্তী আর সূহত্র মুখোপাধ্যায়ের জুটি বিশেষভাবে নজর কাড়বে। 'গোরার' ভূমিকায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী দুরন্ত। আর 'আগার' ভূমিকায় সুহত্র মুখোপাধ্যায় ফাটাফাটি। পাশাপাশি বলতে হবে অভিনেত্রী মানালি দে নজরকাড়া। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সিরিজে। গোটা চরিত্রটিকে হাতে-গড়ে সাজিয়ে তুলেছেন মানালি। তাঁর মধ্যেই স্বার্থক রূপে ধরা দেবেন 'উমা'। 

এছাড়া সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করা অভিনেতা ও অভিনেত্রীরা বেশ সাবলীল। ভালো লাগবে উষসী রায়, অনন্যা সেন, মিমি দত্তের অভিনয়। সাহানা দত্তের গল্প আর স্ক্রিপ্ট আলাদা করে প্রশংসা পাওয়ার যোগ্য। সিরিজ দেখতে বসে অনেকবার মুখে হাসি ফুটবে দর্শকদের। সবমিলিয়ে সিজন ১-এর রেশ কাটিয়ে ফেরা সিজন ২ বেশ মনে ধরবে সবার।


বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।








Comments

Popular posts from this blog

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ