Iman Chakraborty & Anupam Roy: লাভ ম্যারেজে 'আছো কেমন'-এ খুশি ইমন! 'সোহাগে আদরে' মন ভরালেন অনুপম রায়


সম্প্রতি আয়োজিত হল ২০ তম 'টেলি সিনে অ্যাওয়ার্ড' (Tele Cine Award)। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি পাড়ার বহু পরিচিত মুখ। তারকাদের উপস্থিতিতে ঝলমলে অ্যাওয়ার্ড মঞ্চ। এবারের টেলি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কার জিতেছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty), অনুপম রায়(Anupam Roy), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), রণজয় ভট্টাচার্য (Ranajoy Bhattacharjee)-সহ অন্যান্যরা। রাত বাড়তেই সমাজ মাধ্যমে হাসিখুশি ছবিতে ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁরা। 


এবারের টেলি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। 'লাভ ম্যারেজ' ছবির 'আছো কেমন' গানটির জন্য পুরস্কার পেয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করে ইমন লেখেন, 'সন্মান, পুরস্কার পেতে কার না ভালো লাগে? যা কাজ করেছি পরিশ্রমের ফল পেতে তো ভালোই লাগে'। এই ছবি পোস্ট করে তিনি 'টেলি সিনে অ্যাওয়ার্ড', লাভ ম্যারেজ ছবির পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী ও ছবির সঙ্গীত পরিচালক স্যাভিকে ধন্যবাদ জানিয়েছেন।


ইমনের পাশাপাশি অনুপম রায় বেলাশুরু ছবির 'সোহাগে আদরে' ছবির জন্য সেরা প্লেব্যাক সিঙ্গারের অ্যাওয়ার্ড জিতেছেন। এছাড়া রণজয় ভট্টাচার্য 'হৃদপিন্ড' ছবির মন কেমনের জন্মদিন গানটির জন্য সেরা লিরিসিস্টের সন্মান,'বারাণসী জংশন' ছবির জন্য অমৃতা চট্টোপাধ্যায় সেরা অভিনেত্রীর সন্মান, অনির্বাণ চক্রবর্তী 'দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান' ছবির জন্য ভানু বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড সন্মানে ভূষিত হয়েছেন।

By: Tilottoma Chakraborty 



Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ