Taj: Reign of Revenge Review: দুর্ধর্ষ 'জাহাঙ্গীর' নজরকাড়া 'নূরজাহান'! শক্তি ও ঐতিহ্যের ইতিহাস লেখা তাজ: রেইন অফ রিভেঞ্জ



'তাজ: ডিভাইডেড বাই ব্লাডের' পরবর্তী পর্ব হিসেবে আসে 'তাজ: রেইন অফ রিভেঞ্জ'। দ্বিতীয় পর্বের কিছু অংশ আগেই প্রকাশ পায়। যেখানে সেলিম জাহাঙ্গীরের ফিরে আসা, সাম্রাজ্য বিস্তারের বাঁধন একটু একটু করে স্পষ্ট হবে দর্শকদের কাছে। এরপরই এল চূড়ান্ত পর্ব। আকবরী সাম্রাজ্যের শেষ ও জাহাঙ্গীরের সাম্রাজ্য শুরুর কাহিনী লেখে চূড়ান্ত পর্বটি। আর এই রক্তাক্ত ইতিহাসের সাক্ষী থাকে মুঘল দরবার ও বাদশাহের সিংহাসন। 


এলাহাবাদের সিংহাসনে আসীন সেলিম জাহাঙ্গীর একটু একটু করে প্রমাণ করে নিজের দক্ষতা। তাঁর কাছের বন্ধু হয়ে ওঠেন মেহেরতুন্নেসা ওরফে নুরজাহান। তারপর চলে একে একে ঘুঁটি সরানোর খেলা। ক্ষমতাবলে ও ভাগ্যের ফেরে সিংহাসন পান শাহ সেলিম। 'তাজ' প্রাপ্ত সেলিম নিজের নাম ঘোষণা করেন 'জাহাঙ্গীর'। সিংহাসনে বসে তাঁর প্রথম দ্বৈরথ শুরু হয় ছেলে খুসরোর সাথে। ময়দানের যুদ্ধে সম্মুখ সমরে নামেন তিনি। জাহাঙ্গীরের অবর্তমানে দক্ষ হাতে ক্ষমতা সামলান মুঘল সাম্রাজ্ঞী নুরজাহান। যুদ্ধে বিজয়ী জাহাঙ্গীরকে সাদর আমন্ত্রণ জানান দেশবাসী। সবশেষে শাহজাহান ও মুমতাজের এক ঝলক ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত আগমনের বার্তা নিয়ে শেষ হয় সিরিজটি। মনে করা হচ্ছে, শাহজাহানের কাহিনী অবলম্বনে তাজের পরবর্তী পর্বও আসতে পারে।


Zee5 প্ল্যাটফর্মে বিভু পুরি পরিচালিত 'তাজ:রেইন অফ রিভেঞ্জ' যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। নাসিরউদ্দিন শাহ (আকবর), ধর্মেন্দ্রর (শেখ সেলিম চিস্তি) মতো তাঁবড় অভিনেতাদের পাশাপাশি অসীম গুলাটি (জাহাঙ্গীর) ও বাঙালি অভিনেত্রী সৌরসেনী মিত্র (নুরজাহান)-এর অভিনয় নজর কাড়তে বাধ্য। গোটা সিরিজে  অসীম গুলাটি ও সৌরসেনী মৈত্রর যুগলবন্দি আলাদাভাবে পছন্দ করেছেন দর্শকেরা। পাশাপাশি, সন্ধ্যা মৃদুল (যোধাবাঈ), শুভম কুমার (দানিয়াল), পঙ্কজ সরস্বত (আবুল ফজল)-সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা অনবদ্য। এককথায় ঐতিহাসিক পটভূমিতে সফল তাজ:রেইন অফ রিভেঞ্জ।

By: Tilottoma Chakraborty 


Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?