Alia-Ranveer at Kolkata: হলুদ 'হার্টে' স্বাগত রকি-রানি! 'খেলা হবে' সংলাপ বাদ? বিতর্কে মুখ খুললেন আলিয়া

সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: আলিয়া-রণবীর (Alia Bhatt-Ranveer Singh) যুগলবন্দিতে আসছে রকি অউর রানি কি প্রেম কাহানী (Rockey Aur Rani ki Prem kahani)। ছবির পরিচালনায় কর্ণ জোহর। গতকাল সেই ছবির প্রচারেই কলকাতায় এসেছিলেন অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর সিং। 


কলকাতায় রকি আর রানি তথা আলিয়া-রনবীরকে
অভিনব হলুদ ট্যাক্সির অভ্যর্থনায় অভিবাদন জানানো হল। কলকাতার প্রাণ হলুদ ট্যাক্সির হৃদয় এঁকে স্বাগত জানানো হল রকি-রানির প্রেম কাহিনী। দুই বলি তারকার সঙ্গে কলকাতার মঞ্চে দেখা গেল চূর্ণি গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরিকে। 'ঝুমকা'স্টেপে নজর কাড়লেন আলিয়া-রণবীর। পাশাপাশি আলিয়ার মুখে বাংলা ভাষায়  'নমস্কার কলকাতা' শুনে মন ভরলো বঙ্গবাসীর।


এর আগেই ছবির একটি 'খেলা হবে' সংলাপ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে সেন্সর বোর্ডের কাঁচি সামলে আদৌ সেই ডায়লগ রইল নাকি তার প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। এর উত্তরে তিনি বলেন, "খেলা হবে সংলাপটি সরানো হয়নি। সিবিএফসি এ বিষয়ে একটি মাইনর কাট বলেছিল। সেই সিদ্ধান্ত মানা হয়েছে। সিনেমায় জয়া ম্যামের সঙ্গে একটি সিন রয়েছে, সেখানে এই ডায়লগটি ব্যবহার হয়েছে। সিনেমাটি দেখলে দর্শকরা বুঝতে পারবেন কেন 'খেলা হবে' বলেছি আমি।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।





Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?