Three Idiots 2: সত্যিই আসছে 'থ্রি ইডিয়টস ২'? প্রকাশ্যে এল বড় খবর


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: রাঞ্চো, রাজু, আর ফারহানের জুটিকে মনে আছে? একসময় বক্স অফিস কাঁপানো এই ফিল্ম এখনও হিট ঘরে ঘরে। বন্ধুত্ব, কলেজ লাইফ, নস্ট্যালজিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে 'থ্রি ইডিয়টস'-এর নাম। চেতন ভগতের গল্প 'ফাইভ পয়েন্ট সামওয়ান' অবলম্বনে তৈরি হয়েছিল মুভিটি। যার দ্বিতীয় ভারশন দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক। বেশ কয়েকদিন ধরেই 'থ্রি ইডিয়টস' মুভির সিক্যুয়াল আসার ব্যাপারে আলোচনা চলছিল। তবে এবার সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুললেন ছবির রাজু রাস্তোগি ওরফে অভিনেতা শরমন।


কী বলেছেন অভিনেতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে 
দ্বিতীয় ছবির গল্প নিয়ে বেশ কিছু ভাবনাচিন্তা রয়েছে তাঁদের। বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। এর আগে বহু ছবি সফল ভাবে সিক্যুয়াল বানালেও পরিচালক রাজকুমার হিরানি কেবল সিক্যুয়াল বানানোর জন্য 'থ্রি ইডিয়টস ২' বানাতে চান না। ছবির গুণগত মানে কোনো আপস চান না তিনি। তাই ছবির গল্প চূড়ান্ত হলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে আশায় রয়েছেন তিনিও।



সম্প্রতি আমির খান ও মধবনের ও শরমন তথা রাঞ্চো, ফারহান ও রাজুর একসঙ্গে শ্যুট করা একটি ভিডিয়ো থেকেই 'থ্রি ইডিয়টস ২' আসার জল্পনা শুরু হয়। দ্বিতীয়বার পছন্দের সিনেমা পর্দায় ফিরবে কিনা, তা নিয়ে উত্তেজনা তৈরি হয় অনুরাগীদের মধ্যে। এত বছর পরেও দর্শক অনুরাগীদের অফুরান ভালোবাসায় আপ্লুত ছবির অভিনেতারাও।


বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।







Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?