Byomkesh O Durgo Rahasya: মিলল 'দ্বিতীয়' সত্যবতীর দর্শন! সোহিনী না রুক্মিণী পাল্লা ভারী কার?
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: শরদিন্দু বন্দোপাধ্যায়
রচিত 'দূর্গরহস্য' কাহিনী অবলম্বনে আসছে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' (Byomkesh O Durgo Rahasya)। বড়পর্দায় বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta) হাত ধরে আর ওটিটিতে সৃজিত মুখার্জির(Srijit Mukherji) পরিচালনায় আসছে ছবিটি। বড়পর্দার ব্যোমকেশ দেব (Dev Adhikari) সত্যবতী রুক্মিণী(Rukmini Maitra)। ওটিটির ব্যোমকেশ অনির্বাণ (Anirban Bhattacharya) সত্যবতী সোহিনী (Sohini Sarkar)। প্রথম থেকেই ছবিটি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। একই গল্পের দুই রূপান্তরে আলোচনা চলছে বিস্তর। দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই চোখেও পড়ছে দর্শকদের।
দেবের ব্যোমকেশের সত্যবতীকে হবেন তা নিয়ে একাধিক মত সামনে আসে। অবশেষে সমস্ত এক পাশে সরিয়ে ঘোষণা করা হয়, বড় পর্দার নবাগতা 'সত্যবতী' হচ্ছেন রুক্মিণী মৈত্র। অন্যদিকে ওটিটি পর্দায় অনির্বাণের পাশে প্রধানত 'সত্যবতী' হয়েছেন ঋদ্ধিমা ঘোষ। তবে এবার হইচইয়ের দর্শকরা সোহিনী সরকারকে অনির্বাণের 'সত্যবতী' রূপে পাবেন। এর আগে বড় পর্দায় 'সত্যবতীর' ভূমিকায় দর্শকদের মন জয় করেন সোহিনী। দূর্গ রহস্যের অন্তঃসত্ত্বা রুক্মিণীর ছবি প্রকাশ্যে এসেছে 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'। আর এবার সত্যবতী সোহিনীর ছবি প্রকাশ্যে আনল হইচই।
ব্যোমকেশ ও সত্যবতীর একসঙ্গের ছবি প্রকাশ্যে এনে দর্শকদের চমকে দিল হইচই। ক্যাপশনে লেখা
'দুর্গের অলিগলিতে দুজনের প্রেম, আমাদের ব্যোমকেশ ও সত্যবতী!' সেখানে ভালোবাসা উজাড় করেছেন দর্শকেরা। অগাস্টের বড় পর্দায় আসছেন দেব ও রুক্মিণী। আর ওটিটির পর্দা জমাতে আসছেন অনির্বাণ-সোহিনী। 'দূর্গরহস্যের' অপেক্ষায় এখন দিন গুনছেন দর্শকেরা।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment