Byomkesh O Durgo Rohosya: 'দূর্গরহস্যের'টক্কর তুঙ্গে! একদিকে টিজার অন্যদিকে পোস্টার,বাঙালির মন কোন দিকে?
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: 'দূর্গরহস্যে' জোরদার টক্কর। দেব বনাম সৃজিত দ্বৈরথ তুঙ্গে। 'ব্যোমকেশকে' নিয়ে পাল্লা ভারি কার? প্রশ্নের মুখে বাঙালি। অগাস্টের ১১ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শ্যাডো ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনা ও বিরসা দাশগুপ্তের পরিচালনায় 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'। যেখানে ব্যোমকেশের ভূমিকায় দেব ও সত্যবতীর ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী মৈত্র।
অন্যদিকে, একই গল্প তথা 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'
কে সিরিজের আকারে ওটিটিতে নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জি। সিরিজটি মুক্তি পাবে হইচই (Hoichoi) তে। ব্যোমকেশের ভূমিকায় থাকবেন অনির্বাণ ভট্টাচার্য ও সত্যবতীর ভূমিকায় সোহিনী সরকার। শরদিন্দু বন্দোপাধ্যায়ের
'দূর্গরহস্য' গল্পটির আলোকে সিরিজ ও সিনেমাটি নির্মিত হতে চলেছে। যা নিয়ে চলছে টক্কর ও পাল্টা টক্করের খেলা।
কে সিরিজের আকারে ওটিটিতে নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জি। সিরিজটি মুক্তি পাবে হইচই (Hoichoi) তে। ব্যোমকেশের ভূমিকায় থাকবেন অনির্বাণ ভট্টাচার্য ও সত্যবতীর ভূমিকায় সোহিনী সরকার। শরদিন্দু বন্দোপাধ্যায়ের
'দূর্গরহস্য' গল্পটির আলোকে সিরিজ ও সিনেমাটি নির্মিত হতে চলেছে। যা নিয়ে চলছে টক্কর ও পাল্টা টক্করের খেলা।
এদিন মুক্তি পেয়েছে দেব অভিনীত ব্যোমকেশের প্রি টিজার। যার এক ঝলক দেখেই মূল টিজারের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শককূল। আর কিছু দিনের মধ্যেই মূল টিজারটি প্রকাশ পাবে।
এদিকে, সেই দেব অভিনীত ব্যোমকেশের প্রি টিজার প্রকাশের দিনই প্রকাশ পেল সৃজিত পরিচালিত ব্যোমকেশের পোস্টার। যেখানে বইয়ের পাতার মতো করে আঁকা ব্যোমকেশ, অজিত ও সত্যবতীকে দেখা যাচ্ছে। পোস্টার দেখার পরেই অনির্বাণ-সোহিনীর ব্যোমকেশ টিজার দেখার অপেক্ষা করছেন দর্শক। পরবর্তী চমক কী হবে তা এখন সময়ের অপেক্ষা। তবে টক্কর যে চলবে তা এখনই ধারণা করতে পারছেন সকলে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment