Ditipriya Roy: দীতিপ্রিয়ার ছবি নিয়ে কদর্য ট্রোলিং! মোক্ষম জবাব দিলেন 'রানী রাসমণি'


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: রানী রাসমণির নাম নিতেই দর্শকদের চোখে ভাসে অভিনেত্রী দীতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) মুখ। ছোটপর্দার দাপুটে অভিনেত্রী দীতিপ্রিয়া এখন ওটিটি-সহ বড় পর্দা সামলাচ্ছেন। 'রানী রাসমণি' ধারাবাহিক শেষ হলেও দর্শকদের মনে এখনও রয়ে গিয়েছেন তিনি। আর সেই ছকেই আটকা পড়ছে অভিনেত্রী দীতিপ্রিয়ার ব্যক্তিগত জীবনও। তাই সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করে কদর্য ট্রোলিংয়ের মুখে পড়লেন অভিনেত্রী। তবে আর চুপ থেকে নয় বরং সপাট জবাব দিয়ে প্রতিবাদের ময়দানে নামলেন অভিনেত্রী। 


সম্প্রতি একটি সাহসী ফটোশ্যুট করেন দীতিপ্রিয়া।
সেই ছবি প্রকাশ্যে আসার পর দুই আদলের মন্তব্য পেয়েছেন অভিনেত্রী। এক, একদল তাঁকে সাধুবাদ জানিয়েছেন এই বলে যে নিজের পরিচিত ছক ভেঙে বেরিয়ে আসছেন দীতিপ্রিয়া। আর দুই, একদল তাঁর সাহসী ছবির সঙ্গে রানী রাসমণির তুলনা তুলে ট্রোলিং করেন। এবং সোশ্যাল মিডিয়া জুড়ে যা কার্যত ভাইরাল হয়। 



সংবাদমাধ্যমের কাছে দীতিপ্রিয়া বলেছেন, একজন
মানুষের পোশাক নিয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন সেই মানুষটি নিজে। তাছাড়া অন্য কারোর কিছু বলার থাকতে পারেনা। আর ট্রোলিং করা মানুষরা এটা ভালো করেই জানেন। তাঁর বক্তব্য, ট্রোলিং তো হয় কেবলমাত্র ভিউয়ের জন্যই। তাঁর মুখ নিয়ে যেভাবে চারিদিকে রটানো হয়, এরপর সে বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী। 



তিনি বলেন, যতদিন তিনি রানী রাসমণির চরিত্রে অভিনয় করেছেন, সেই পাঁচ বছর ধরে তিনি রানী রাসমণির ইমেজ বজায় রেখে চলেছেন। এমনকি তাঁর ব্যক্তিগত জীবনেও। এরপরই অকপট দীতিপ্রিয়া বলেন, "কিন্তু এখন আমি রানী রাসমণি নই, দীতিপ্রিয়া। এখন আমি ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরবোই।" তাতে কে তাঁকে কী বলল তা নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি। স্পষ্টবক্তা দীতিপ্রিয়া জানান, চরিত্রের প্রয়োজনে যে কোনো রূপেই নিজেকে সাজিয়ে তুলবেন তিনি।


বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।





Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?