Koushik-Sandipta: ফিরছে 'বোধন সিজন ২'? সন্দীপ্তার ছবিতে মিলল স্পষ্ট ইঙ্গিত
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: গত বছরের পুজোয় এসেছিল 'বোধন'। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তুলে ন্যায়ের 'বোধন' করে সিরিজটি। যেখানে কলেজ প্রফেসর রাকা সেন তাঁর ছাত্রীর সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। সিরিজে রাকা সেনের ভূমিকায় অভিনয় করেছিলেন সন্দীপ্তা (Sandipta Sen) ও ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন দীতিপ্রিয়া (Ditipriya Roy)। দুজনের অভিনয়ই যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শক মহলে।
তবে সিরিজটি দেখে দর্শকদের মনে হয়েছিল এ যেন শেষ হয়েও হইলো না শেষ। অপরাধীরা শাস্তি পেল কই? এরপরই প্রশ্ন ওঠে, তবে কি 'সিজন ২' আসবে? নাকি এখানেই বাকি গল্পটা বুঝে নিতে হবে দর্শকদের। হইচইয়ের তরফে স্পষ্ট ইঙ্গিত না মিললেও অভিনেত্রী সন্দীপ্তার পোস্টে এবার খানিকটা আভাস মিলল।
'বোধনে' জুটি বেঁধেছিলেন কৌশিক (Koushik Roy) ও সন্দীপ্তা (Sandipta Sen)। এই জুটিকে পর্দায় ফিরতে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কৌশিকের পাশে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করে সন্দীপ্তা লেখেন, 'উই আর কামিং ব্যাক'। আর এই ছবি দেখার পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন দানা বেঁধেছে তবে কি শীঘ্রই আসছে 'বোধন সিজন 2?' নাকি অন্য কাজের ইঙ্গিত? আশা করা যাচ্ছে, উত্তর মিলবে শীঘ্রই।
আরও পড়ুন: Darshana Banik: টলিউড অভিনেত্রী দর্শনাকে কুপ্রস্তাব পরিচালকের! ঘটনা প্রকাশ্যে আসতেই উঠল নিন্দার ঝড়
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment