Doshom Obotar: 'দশম অবতার' ঘিরে প্রচুর প্রত্যাশা! প্রথম দিনেই উজাড় করলেন সৃজিত


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: এবারের পুজোয় আসছে সৃজিত মুখার্জি (Srijit Mukherjee)-এর পরবর্তী ছবি দশম অবতার (Doshom Obotar)। ছবির মধ্যমণি সৃজিত প্রাক্তন জয়া আহসান (Jaya Ahsan)। ছবিতে প্রসেনজিত-অনির্বাণের উপস্থিতি ফেরাবে 'বাইশে শ্রাবণের' স্মৃতি। এই ছবি ঘিরে দর্শকদের বড় পাওনা থাকবে রূপম ইসলাম ও অনুপম রায়ের গান। 'দশম অবতারে' একসঙ্গে গান গাইতে চলেছেন দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। টিমে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্তও। সম্প্রতি সিনেমার লোগো লঞ্চে ঝকঝকে ফ্রেমে ধরা পড়ল গোটা 'দশম অবতার' টিম।


বৃহস্পতিবার ছিল 'দশম অবতারের' লোগো লঞ্চ অনুষ্ঠান। এদিন বসুবাটিতে গোটা টিম নিয়ে হাজির হলেন সৃজিত মুখার্জি। জয়া আহসান, যিশু সেনগুপ্ত, প্রসেনজিত চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত-সহ উপস্থিত ছিলেন সেখানে। এছাড়াও ছিলেন টিমের অন্যান্য সদস্যরা। ধুমধাম সহকারে প্রকাশ হল 'দশম অবতারের' লোগো।


একরঙা সাদা শার্ট ও নীল জিন্সে ফ্রেমে ধরা দিল 'দশম অবতার'। ইতিমধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারকারা। আসছে পুজোয় যে বিরাট চমক আনতে চলেছেন সৃজিত তা ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে। লোগো লঞ্চের পর থেকে 'দশম অবতার' ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দর্শক মহলে।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।




 

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?