Raj-Subhashree: বালিতে ভ্যাকেশন মাঝে 'প্রলয়' বার্তা রাজ-শুভশ্রীর! খুশি অনুরাগীমহল...
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ডিসেম্বরে আসছে রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান। তার আগেই ভ্যাকেশনে ছুটলেন তারকা দম্পতি। ছেলে ইউভানকে নিয়ে পাড়ি দিলেন ইন্দোনেশিয়ার বালিতে। নীল সমুদ্রে 'ভিটামিন সি' কুড়িয়ে রোদেলা খেলায় মেতেছেন রাজশ্রী।আদুরে ছবি পোস্ট করে খুশি ভাগ করলেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: Mimi Chakraborty: দুই হাতে বার্গার, ব্রত ভাঙলেন মিমি! 'বিশেষ' বন্ধুর জন্য এটুকু তো করাই যায়
এরইমধ্যে একটি বড় খবর দিলেন তারকা দম্পতি।
রাজ চক্রবর্তীর পরিচালনায় আসতে চলেছে প্রথম ওয়েব সিরিজ 'আবার প্রলয়'। এই সিরিজের হাত ধরেই প্রযোজনায় হাতেখড়ি হল শুভশ্রীর। গত ১৯ তারিখ প্রকাশ পেয়েছে সিরিজের ট্রেলার। অগাস্ট
মাসের ১১ তারিখ এটি মুক্তি পাবে দর্শকদের জন্য।
ইন্দোনেশিয়ায় 'রাজশ্রীর' ছবি দেখে বোঝা যাচ্ছে
বেশ ফুরফুরে ভ্যাকেশন কাটাচ্ছেন দম্পতি। কখনও কালো শর্ট ড্রেসে উষ্ণতা ছড়াচ্ছেন তো কখনও রেড লিপস্টিক-ড্রেসে ফ্রেমবন্দী হচ্ছেন। একাধিক ছবিতে স্পষ্ট অভিনেত্রীর বেবিবাম্প। ডিসেম্বরে আসছে দ্বিতীয় সন্তান। যাঁকে নিয়ে উচ্ছ্বসিত গোটা 'রাজ পরিবার'।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment