Ishaa Saha: লাল শাড়িতে লাস্যময়ী ইশা! সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন লোহিত কন্যা


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha) বরাবরই তাঁর সাজের বিষয়ে সচেতন। হালকা সাজে অনুরাগীদের মনে আগুন ধরাতে তাঁর জুড়ি মেলা ভার। এখনকার জেনারেশনের স্টাইল আইকন তিনি। তাঁর মতোন করে সাজতে চান কুড়ি থেকে চল্লিশ যে কোনো বয়সীরা। কারণ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দিনকে দিন আরও সুন্দর হয়ে উঠছেন অভিনেত্রী।



বাঙালি সাজ ও শাড়ি ইশার প্রথম পছন্দ। তাই মাঝেমধ্যেই শাড়ি নিয়ে নানা এক্সপেরিমেন্ট করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ইশা। লাল শাড়িতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন তিনি। হালকা মেকআপ, বেসিক চুলের স্টাইল, শাড়ির ভাঁজে সাজিয়ে তুলেছেন নিজেকে। একরঙা শাড়িতে মোহময়ী ইশার থেকে চোখ সরানো কঠিন। মুহুর্তে ভাইরাল হয়েছে তাঁর ছবিগুলি।



কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ইশার 'ঘরে ফেরার গান' ও 'মিথ্যে প্রেমের গান' সিনেমা দুটি। সম্প্রতি 'একটু সরে বসুন' সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। বনফুলের' গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমায় ইশার সঙ্গে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম-সহ অন্যান্যরা। কানাঘুষো শোনা যাচ্ছে, আরও বেশ কিছু সিনেমার কাজে কিছুদিনের মধ্যেই ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী ইশা।


 
 

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?