Jeetu-Nabanita: জিতু-নবনীতার বিবাহ বিচ্ছেদের কারণ 'পরকীয়া'! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক:বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন টলিপাড়ার দুই পরিচিত মুখ জিতু কমল (Jeetu kamal) ও নবনীতা দাস (Nabanita Das)। সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা করার পর থেকেই তুমুল আলোচনা শুরু হয়েছে অনুরাগীমহলে। কখনও জিতুর বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে আঙুল উঠেছে তো কখনও 'তৃতীয়' ব্যক্তি হিসেবে উঠে এসেছে অভিনেত্রী শ্রাবন্তীর নাম। যদিও এসব যে বিচ্ছেদের কারণ নয় তা স্পষ্ট করেছেন নবনীতা।
তাহলে ঠিক কী কারণে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিলেন জিতু-নবনীতা? মতের অমিল নাকি অন্য কিছু? সম্প্রতি একটি তথ্য উঠে আসছে। যাকে তারকা দম্পতির ডিভোর্সের কারণ হিসেবে চিহ্নিত করছেন নেটিজেনেরা। জানা যাচ্ছে, টেলি অভিনেত্রী নবনীতা পরকীয়ায় জড়িয়েছেন। আঙুল উঠছে নবনীতার বিশেষ বন্ধু স্নেহাল অধিকারীর দিকে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment