Subhashree-Yuvan: বালিতে 'প্রথম সন্তানের' সঙ্গে একগুচ্ছ আদরের ফ্রেম, প্রেগনেন্সিতে হাসিখুশি হবু মা শুভশ্রী
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ডিসেম্বরে মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কোল আলো করে আসবে তাঁদের দ্বিতীয় সন্তান। তার আগেই ভ্যাকেশন কাটাতে ইন্দোনেশিয়ায় ছুটেছিলেন দম্পতি। সেখানেই ফ্রেমবন্দী হন শুভশ্রী ও ইউভান।
প্রায় অধিকাংশ ছবিতেই ইউভানের সাথে মজা করতে দেখা যায় শুভশ্রীকে। রোদ মেখে বালিতে খেলতেও দেখা যায় তাঁদের।
লাল ড্রেসে মোহময়ী শুভশ্রী আর হালকা রঙ্গের কুল ড্রেসে থাকা ইউভান যে বেশ হাসিখুশি সময় কাটিয়েছেন, তা তাদের ছবি দেখেই বোঝা যায়।
বালি তল্লাটে মা-ছেলের মুহুর্তগুলি ক্যাপচার করেছেন বাবা রাজ। আদরের ইউভানের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মা শুভশ্রী।
প্রেগনেন্সিতেও কাজ চালিয়ে যেতে চান অভিনেত্রী। ডাক্তারের পরামর্শ নিয়েই সবটা সামলে চলবেন তিনি। পাশাপাশি, দীতিয় সন্তানের জন্যও আগাম প্রস্তুতি রেখেছেন তিনি।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment